Tuesday 29 September 2020

ভাঙ্গা রাস্তা অবিলম্বে মেরামতির দাবিতে ইস্পাতনগরীতে তুমুল বিক্ষোভ,রাস্তা অবরোধ : দুর্গাপুর ইস্পাতের সি.ই.ও দফ্তরে আগমীকাল শ্রমিক বিক্ষোভের প্রস্তুতি চলছে।

 


দুর্গাপুর,২৯শে সেপ্টেঃ : আজ সকালে ইস্পাতনগরীর এস.এন. ব্যানার্জি-লিঙ্ক রোডের সংযোগ স্হলে সিপিআই-এম ও জাতীয় কংগ্রেস প্রভাবিত নাগরিক মঞ্চের ডাকে দুর্গাপুর নগর নিগমের ৯,১০,১১,১২ ও ১৬ নং ওয়ার্ডের নাগরিকরা অবিলম্বে ইস্পাতনগরী ও সংলগ্ন ঝাণ্ডাবাগ-দেশবন্ধু নগর-অন্নপূর্ণা নগরের ভাঙ্গা রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান । পরে পুলিশ এসে ব্যবস্হা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ হঠে । অবরোধের নেতৃত্ব দেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,মহাব্রত কুন্ডু,নির্মল ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জি,মলয় ভট্টাচার্য ( সিপিআই-এম ),তরুন রায় (জাতীয় কংগ্রেস ) প্রমুখ ।

       এ দিকে,আগামী কাল হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে, দুর্গাপুর ইস্পাতের সি.ই.ও দফ্তরে আগমীকাল শ্রমিক বিক্ষোভের প্রস্তুতি চলছে।অবিলম্বে বার্ষিক বোনাস ও বেতন-চুক্তি,ইনসেনটিভ রিভিয়্যু,কোভিড আক্রান্ত কর্মীর মৃত্যু হলে পোষ্যের চাকুরী প্রভৃতি দাবিতে আগমীকাল শ্রমিক বিক্ষোভের প্রস্তুতি চলছে। আজ সকালে কারখানার অর্জুন মুর্তির সামনে ও দুপুরে ২নং গেটের সামনে  সি.ই.ও দফ্তরে আগমীকালের শ্রমিক বিক্ষোভ কে সফল করার আহ্বান জানিয়ে প্রচারে বহু শ্রমিক-কর্মচারী অংশ গ্রহন করেন ।






























No comments:

Post a Comment