Friday 4 September 2020

বেতন-চুক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় দু-দিন ব্যাপি শ্রমিকদের অবস্হান শেষ হল : বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়ে রাখল সিআইটিইউ ।

 


দুর্গাপুর,৪ঠা সেপ্টেঃ : অবিলম্বে এনজেসিএস এর বৈঠক ডেকে বেতন-চুক্তি ও অন্যান্য দাবীতে আজ দ্বিতীয় দিনেও শ্রমিক আন্দোলনে উত্তাল হোল দুর্গাপুর ইস্পাত কারখানা। হিন্দুস্থান স্টিল এমপ্লিইজ ইউনিয়ন( সিআইটিইউ) এর ডাকে  শ্রমিকরা গত কাল থেকে দু-দিন ব্যাপি ইডি(ওয়ার্কস) অবস্হানে যোগদান করেন । আজ সকালে অবস্হানে যোগ দেওয়ার আগে কারখানার অর্জুন মূর্তির সামনে থেকে মোটর বাইক মিছিল বেরিয়ে কোক ওভেন ঘুরে ইডি(ওয়ার্কস) এ যায় । বিকালে অবস্হানের শেষে একটি বিশাল মিছিল বেরিয়ে ইডি(ওয়ার্কস) সহ অন্যান্য যায়গায় ঘুরে দাবি আদায়ে সোচ্চার হয় । অবস্হান চলাকালীন  ইউনিয়ন এর এক প্রতিনিধি দল ১০-দফা দাবি সম্বলিত স্মারক লিপি ইডি(ওয়ার্কস) বি.পি. সিং এর কাছে জমা দিয়ে অবিলম্বে সমাধানের দাবি জানায়।আজকের অবস্হান চলার সময়ে সময়ে বিভিন্ন সময়ে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,কালি সান্যাল,স্বপন মজুমদার,দিপক ঘোষ,সৌরভ দত্ত,প্রদ্যুৎ মুখার্জি প্রমুখ । বক্তারা অবিলম্বে বেতন-চুক্তি ও বকেয়া প্রদানের সাথে সাথে কর্মী নিয়োগের জন্য আগের এস-১,এস-৩ ও এস-৬ কাঠামো ফিরিয়ে আনা,২০১৪ ও পরবর্তি সময়ে নিযুক্ত কর্মীদের ৯% হারে পেনশন প্রদান,ওপেন-এন্ডেড স্কেল,১-১-২০১৭ থেকে এরিয়র,চুক্তি অনুসারে দুর্ঘটনায় মৃত কারখানার তিন শ্রমিক ও এক আধিকরিকের পরিবারের এক জন পোষ্যের চাকরী,করোনায় মৃত শ্রমিকের পরিবারের এক জন পোষ্যের চাকরী,অবিলম্বে ভিলাইতে কেন্দ্রীয় হাজিরা বাতিল করে আগের ব্যবস্হা ফিরিয়ে আনা,পুরনো (২০০৭ ) ইনসেন্টিভ স্কীম এর রিভিয়্যু সহ বিভিন্ন দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করে অবিলম্বে সমাধানের দাবি জানান । একই সাথে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাতে ৪৫০০ টনের নতুন ব্লাষ্ট ফার্নেস,স্ট্যাম্প চার্জ ব্যাটারী, নতুন সিন্টার প্ল্যান্ট ও বার অ্যান্ড রড মিলের দাবী জানান বক্তারা । দু-দিন ব্যাপি অবস্হানের মাঝে বিভিন্ন শ্রমিক-শিল্পীরা গান-নাটক-আবৃতি পরিবেশন করেন ।


















No comments:

Post a Comment