Wednesday 9 September 2020

প্রয়াত শ্রমিক ও পার্টি নেতা প্রভাত চট্টোপাধ্যায় স্মরণসভা ।

 


দুর্গাপুর,৯ই সেপ্টেঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে সিপিআই-এম এর দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে প্রয়াত শ্রমিক নেতা ও ইস্পাত শিল্পের শ্রমিকদের সর্বভারতীয় আন্দোলনের পুরোধা সংগঠক প্রভাত চট্টোপাধ্যায় স্মরণসভায় তাঁর সাহস, আত্মত্যাগ,সংগঠন গড়ে তোলার ক্ষমতা ও সংগ্রামী জীবনের নানা দিকের কথা উঠে আসে । গত  ২৮শে আগস্ট তিনি প্রয়াত হন । স্মরণসভায় বক্তব্য রাখেন রথিন রায়,বিপ্রেন্দু চক্রবর্তি,পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জি ও সন্তোষ দেবরায়।সভা পরিচালনা করেন নির্মল ভট্টাচার্য ।

স্মৃতিচারন করে বক্তারা দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের শুরুর দিন থেকে  প্রভাত চট্টোপাধ্যায়ের অসামান্য ভুমিকার কথা তুলে ধরে বলেন যে শ্রমিক, সাংস্কৃতিক ও গনআন্দোলন প্রসার,পার্টি গঠন ,সমবায় ও পৌরসভা পরিচালনায় তিনি যে বহুমুখী দক্ষতার পরিচয় দিয়েছিলেন তা আজকের জটিল পরিস্হিতি মোকাবিলায় সমান শিক্ষনীয় । মানুষের স্বার্থে,শ্রমিক শ্রেনীর জন্য ও শ্রমিক-কৃষক মৈত্রির বাস্তব প্রয়োগ করার ক্ষেত্রে তাঁর আজীবনের লড়াই বাম আন্দোলনের আলোকবর্তীকা হয়ে কাজ করে যাবে । বর্তমান সময়ে যখন শ্রমজীবি মানুষের ওপরে ভয়াবহ আক্রমন নেমে এসেছে,তখন তার বিরুদ্ধে জোড়ালো গনআন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে কমরেড প্রভাত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে ।
















No comments:

Post a Comment