Saturday 26 September 2020

ইস্পাতনগরীতে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস পালিত হল।

 


দুর্গাপুর,২৬শে সেপ্টেঃ : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত ল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস । বিদ্যাসাগর দ্বিশতজন্মবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে সকালে আই সেক্টর মোড় থেকে ভাষা শহীদ স্মারক উদ্যান পর্যন্ত পদযাত্রা হয় । পরে ভাষা শহীদ স্মারক উদ্যানে প্রতিকৃতিতে মাল্যদান সহ কবিতা-গান-চিত্রাঙ্কনের মাধ্যমে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানানো হয় । পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডঃ সন্তোষ বিশ্বাস,অধ্যাপক ঋতম ব্যানার্জি, ও শুভেন্দু ব্যানার্জি । প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় । সভার থেকে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের সহযোগীতায় বিদ্যাসাগর এভিন্যু-তে ভাষা শহীদ স্মারক উদ্যান কাছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্হাপনের দাবি ওঠে । পদযাত্রা সহ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন দিপক দেব,সীমান্ত তরফদার,দুর্গাপুর(পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ ।বিকালে ট্রাঙ্ক রোডের সৃষ্টি কিশোর বাহিনীর সুকান্ত মঞ্চে বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ  স্মরনে ইন্টারনেট মারফত আয়োজিত আবৃতি ও ‘গল্পচিত্র-চিত্রগল্প’ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় ও পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সন্ধ্যায় সেইল আবাসন অঞ্চলের কবিগুরু মোড়ে ( ২য় স্টপেজ ) পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস স্মরনে পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত শাখার পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয় ।  












No comments:

Post a Comment