Friday 25 September 2020

দেশ ব্যাপি কৃষক প্রতিরোধের প্রতি সংহতি জানিয়ে ইস্পাতনগরীতে বিশাল মিছিল ও সমাবেশ : পোড়ান হল কৃষি বিলের প্রতিলিপি ।

 


দুর্গাপুর,২৫শে সেপ্টেঃ : কৃষক স্বার্থের চরম পরিপন্হি ও ভারতের কৃষি বিকাশ ধ্বংস করে কৃষি ক্ষেত্র কে কর্পোরেট ও বহুজাতিক সংস্হার মৃগয়া ক্ষেত্রে পরিনত করার জন্য বিজেপি গায়ের জোড়ে সংসদে কৃষি বিল ২০২০ পাশ করিয়েছে । এর বিরুদ্ধে ৩১টি কৃষক সংগঠনের সংযুক্ত মোর্চার ডাকে আজ সারা দেশে কৃষকরা প্রবল প্রতিবাদ-প্রতিরোধে সামিল হয়েছেন । কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ও অবিলম্বে কৃষি বিল ২০২০ বাতিলের দাবি জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে বিশাল মিছিল বেরোয় । সিপিআই-(এম) এর দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির ডাকে এই মিছিল চন্ডিদাস সেক্টর অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে সেইল সমবায় আবাসনের কবিগুরু মোড়ে ( ২য় স্টপেজ) শেষ হয় । সেখানে কৃষি বিল ২০২০-র প্রতিলিপি পোড়ান হয় ।উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,স্বপন সরকার প্রমুখ।

   অন্য দিকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর শিবাজী রোডে, সিপিআই-(এম) এর দুর্গাপুর ইস্পাত ৩ কমিটির ডাকে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ও অবিলম্বে কৃষি বিল ২০২০ বাতিলের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হেমন্ত প্রভাকর,জীবন আইচ ও চিত্তরঞ্জন ব্যানার্জি ।



No comments:

Post a Comment