Wednesday 30 September 2020

প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে দুর্গাপুর ইস্পাতের সি.ই.ও দপ্তরে ইস্পাত শ্রমিকদের বিশাল বিক্ষোভ সমাবেশ ।

 


দুর্গাপুর,৩০শে সেপ্টেঃ : আজ দুপুরে,প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে,দুর্গাপুর ইস্পাতের সি.ই.ও দপ্তরে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সহায়ী ও ঠিকা শ্রমিকরা একযোগে তুমুল বিক্ষোভ দেখালেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ)-এর ডাকে অবিলম্বে বার্ষিক বোনাস,বেতন-চুক্তি ও বিগত বেতন-চুক্তির বকেয়া ,ইনসেনটিভ রিভিয়্যু,কোভিড আক্রান্ত কর্মীর মৃত্যু হলে পোষ্যের চাকুরী, দুর্গাপুর ইস্পাতে রাজনৈতিক কারনে ৪০০০ হাজার উচ্ছেদ ঠিকা শ্রমিক ও স্ল্যাগ ব্যাঙ্ক ও অন্যান্য বিভাগের ছাঁটাই ঠিকা শ্রমিকদের পূনর্বহাল,হাসপাতাল সহ ইস্পাতনরীর অন্যান্য নাগরিক পরিষেবার আধুনিকীরন-সুব্যবস্হা, দুর্গাপুর ইস্পাতের আধুনিকীরন-সম্প্রসারন, অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের প্রস্তাব বাতিল ও বিনিয়োগ প্রভৃতি দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে দলে দলে ইস্পাত শ্রমিক যোগ দেন । সমর্থন জানিয়ে সমাবেশে যোগ দেন দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিকদের ( সিআইটিইউ)-ভুক্ত সংগঠন  ই.সি.ডব্লু.ইউ,টি.সি.ই.ইউ  ও এ.এস.পি.সি.ইউ ।করোনার অতিমারীর মধ্যেও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উঁচু হারের উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রেখে চাহিদা ও অর্ডারের যথাযথ জোগান বজায় রেখে চলে সেইলের মধ্যে প্রথম স্হানে আছে ।একই ভাবে বেসরকারীকরনের বিরুদ্ধে লড়াই চালিয়ে ক্রমাগত উৎপাদন করে চলেছেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । অথচ সামনে শারোদৎসব চলে আসা সত্বেও,কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে নিশ্চুপ ! ইউনিয়নের তরফ থেকে বারে বারে দাবি জানানো সত্বেও কর্তৃপক্ষ বার্ষিক বোনাসের বিষয়ে এখন কোন আলোচনা করার উদ্যোগ না দেখানোর জন্য শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে । আজকের বিক্ষোভ সমাবেশে তারই বহিঃপ্রকাশ ঘটল । বক্তারা এ বিষয়ে কর্তৃপক্ষ কে অবিলম্বে আলোচনায় বসার জন্য দাবি জানিয়েছেন । একই সাথে বেতন চুক্তির জন্য এনজেসি এর আলোচনা শুরু সহ বকেয়া বিভিন্ন দাবি অবিলম্বে মেটানোর দাবি জানিয়েছেন বক্তারা । বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য, নিমাই ঘোষ,ত্রিদিব কবি, ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় প্রমুখ । বিক্ষোভ সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান ।

 














No comments:

Post a Comment