Sunday 20 September 2020

শিক্ষা-কর্মসংস্হান থেকে সরকার কে সরিয়ে রাখার চক্রান্ত চলছে : যুব সমাবেশ থেকে আহ্বান - জেগে থাকুন,জাগিয়ে রাখুন ।

 


দুর্গাপুর,২০শে সেপ্টেঃ : ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারের বি-জোন হেলথ সেন্টার রোটারীতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের বি-জোন আঞ্চলিক কমিটির ডাকে আজ সকালে এক যুব সমাবেশ থেকে বক্তারা শিক্ষা-কর্মসংস্হান-কৃষি-চিকিৎসার মত মানুষের মৌলিক বিষয়ে  কেন্দ্রিয় ও রাজ্য উভয় সরকার ক্রমান্বয়ে সরকারের পরিসর কে সঙ্কুচিত করে কর্পোরেট ও  বহুজাতিক সংস্হার হাতে তুলে দিয়ে দেশ কে পুঁজির মৃগয়া ক্ষেত্রে পরিনত করতে চাইছে বলে অভিযোগ করেছেন । ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের পঃ বঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন যে যখন করোনা অতিমারী ও লকডাউনের ফলে সারা দেশে ২০ কোটি লোক নতুন করে কাজ হারিয়েছেন,তখন কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই কর্মসংস্হানের গুরুত্বপূর্ন  ক্ষেত্র সরকারী ও রাষ্ট্রায়ত্ব সংস্হা কে বিক্রী বা বন্ধ করতে চলেছে । একই ভাবে শিক্ষা ক্ষেত্রের ঢালাও বেসরকারীকরন করার জন্য চলেছে নয়া শিক্ষা নীতি – ২০২০ প্রয়োগের প্রস্তুতি । আসলে কেন্দ্রের পূর্বতন বাজপেয়ী সরকার সরাসরি যে বেসরকারীকরনের কথা ঘোষনা করেছিলেন সেই সরকারের অন্যতম মন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রয়াত অটল বিহারী বাজপেয়ী-এর রাজনৈতিক উত্তরসূরী বর্তমানে কেন্দ্রের মোদি সরকার সেই পথে হেঁটে সরকারের কাজ খালি সরকার পরিচালনা,বাকী সব কিছুর ভার বেসরকারী হাতে তুলে দিয়ে জনগনের সর্বনাশ করতে চাইছে । এই নীতির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার জন্য যুব সমাজ কে দেশ ও রাজ্যের সকল মেহেনতী মানুষ কে নিয়ে  গন আন্দোলন গড়ে তোলার জন্য ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনে লড়াই চালিয়ে যাবে বলে তিনি প্রত্যয়ী ঘোষনা করেন । অন্য দিকে,এই গন আন্দোলনের বিকাশ কে রুখতে কিভাবে বিজেপি ও তৃণমূল উভয় দল সাম্প্রদায়িক রাজনীতির তাস খেলছে,তার ব্যাখ্যাও তিনি করে জনগনের মধ্যে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার জন্য ডিওয়াইএফআই অবিচল থাকবে বলে তিনি জানিয়ে দেন ।  ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদিকা অনামিকা সরকার দেশ ও রাজ্যের যুব সমাজ সহ মেহেনতী মানুষের জীবন-জীবিকার ওপরে কেন্দ্রিয় ও রাজ্য উভয় সরকারের তীব্র আক্রমনের সামনে নতজানু হয়ে আত্মসমর্পন নয়,তীব্র গন আন্দোলন গড়ে তোলার জন্য ডিওয়াইএফআই লক্ষ্যে অবিচল থেকে জেগে থাকা,জাগিয়ের রাখার বার্তা পৌঁছনোর জন্য অতন্দ্র প্রহরীর কাজ করে যাবে বলে জানিয়ে দেন । দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় সমাবেশে বক্তব্য রেখে বলেন যে মোদি সরকারে ভয়ংকর জনবিরোধী নীতির ফলে কেবল সরকারী বা রাষ্ট্রায়ত্ব সংস্হা আক্রান্ত তাই নয় ,কৃষি বিলে-২০২০ আসর ফলে আক্রান্ত হতে চলেছে দেশের অন্যতম কর্মসংস্হান ক্ষেত্র কৃষি ব্যবস্হা । তাই প্রতিরোধ হতে হবে সর্বাত্মক । এক্ষেত্রে তিনি দুর্গাপুরে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরন বিরোধী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফি বৃদ্ধি মকুবের দাবিতে গড়ে ওঠা ঐক্যবদ্ধ আন্দোলনের সাফল্য তুলে ধরেন। একই সাথে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের নয়া চক্রান্তের বিরুদ্ধে পুনরায় শুরু হওয়া ঐক্যবদ্ধ আন্দোলন কে আরও প্রসারিত করার জন্য আহ্বান জানান । বৃষ্টির মধ্যেও যুবক-যুবতী সহ সাধারন মানুষজন দীর্ঘক্ষন ধরে চলা সমাবেশে বক্তাদের বক্তব্য ধৈর্য ধরে শোনেন । সমাবেশের সভাপতিত্ব করেন চঞ্চল মুখার্জি । উপস্হিত ছিলেন শৈলেন্দ্র ঝাঁ,নির্মল ভট্টাচার্য,স্বপন সরকার সহ যুব ও গন আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ।

















 

No comments:

Post a Comment