Friday 1 September 2023

যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিল ।

 


দুর্গাপুর,১লা সেপ্টেঃ : প্রতি বছরের মত এবারও “ ১লা সেপ্টেম্বর যুদ্ধবিরোধী-সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদযাপন কমিটি”-র পক্ষ থেকে আজ আন্তর্জাতিক শান্তি দিবসে যুদ্ধের বিরুদ্ধে,শান্তির পক্ষে ইস্পাতনগরীতে মহামিছিলের ডাক দেওয়া হয় । আশিষ মার্কেট থেকে বিকালে মহামিছিল শুরু হয়।উদ্বোধন করেন রথিন রায়।আজকের বিশ্বে সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রচেষ্টা ও ভারত কে ক্রমান্বয়ে সেই প্রচেষ্টার অংশীদার করে তোলার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করে ও সাধারন মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে  শান্তির স্বপক্ষে আন্দোলন কে জোরদার করার  আহ্বান জানিয়ে বিশাল ও সুসজ্জিত এই মহামিছিল ইস্পাতনগরীর এ’জোন ও বি’জোনের বিভিন্ন রাস্তা ঘুরে নিউটন পূজা ময়দানে শেষ হয়।মিছিল শেষে শপথবাক্য পাঠ করান বিশ্বরূপ ব্যানার্জি।বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র(সিআইটিইউ),শম্ভূ প্রামানিক(এআইটিইউসি) ও সুভাষ সাহা (আইএনটিইউসি)।সঞ্চালনা করেন স্বপন মজুমদার । মিছিলে উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,সন্তোষ দেবরায়,সীমান্ত চ্যাটার্জি,নবেন্দু সরকার,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ,অজিত মন্ডল,স্বপন সরকার বিভিন্ন গণ আন্দোলনের নেতৃবৃন্দ।










































































 

No comments:

Post a Comment