Friday 11 August 2017

পৌর নির্বাচনের প্রাক্কালে ইস্পাতনগরীতে তৃণমূলের ভয়াবহ আক্রমন : সি.পি.আই.(এম ) নেতৃত্বের প্রান নাশের পরিকল্পিত চেষ্টা ?



দুর্গাপুর,১১ই আগষ্ট : গতকাল রাত ৯-০০ টা নাগাদ প্রায় ৪০-৫০ জন তৃণমূলী দুষ্কৃতি মুখে কাপড় বেঁধে অতর্কিতে ‘মমতা ব্যানার্জী জিন্দাবাদ’ ধ্বনি দিতে দিতে লাঠি,রড সহ অন্যান্য অস্ত্র-শস্ত্র নিয়ে ইস্পাতনগরীর সি.পি.আই.(এম ) এর মূখ্য কার্যালয় শহীদ আশিষ-জব্বার ভবনে ঢুকে দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক ও সি.পি.আই.(এম ) এর বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য সন্তোষ দেবরায়ের খোঁজ করতে থাকে । সেই সময়ে সন্তোষ দেবরায় , জেলা সাংগঠনিক কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য ও সুবীর সেনগুপ্ত এবং ৮ নং ওয়ার্ডের সি.পি.আই.(এম ) প্রার্থী কাজল চ্যাটার্জী একটি ঘরে বসে বৈঠক করছিলেন । সেই সময়ে উপস্হিত হাতে গোনা  কয়েক জন পার্টি কর্মীদের তৎপরতায় পার্টি নেতৃত্বের প্রান রক্ষা হলেও ভবনের একতলায় তৃণমূলী দুষ্কৃতিরা তান্ডব চালায় । সমস্ত আসবাবপত্র সহ টেলিফোন,বইয়ের আলমারী , দেওয়াল ঘড়ি প্রভৃতি ভেঙ্গে গুড়িয়ে দেয় ।নষ্ট করে জ্যোতি বসুর প্রতিকৃতি । চুরমার করে দেয় পার্টির গাড়ী সহ ৪টি বাইক ও ১টি স্কুটি । পার্টি নেতৃত্বের খোঁজে দফ্তরের আংশিক সময়ের কর্মী রাম পাত্র ও অলোক মুখার্জী কে বেধরক মারধোর করে এবং একটি মোবাইল ফোন নিয়ে দুষ্কৃতিরা চম্পট দেয় । খবর পেয়ে অনতিবিলম্বে ঘটনাস্হলে আসেন পার্টির রাজ্য কমিটির সদস্য মদন ঘোষ , বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী,পঙ্কজ রায় সরকার, পার্থ মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ । আসেন অনেক পার্টি সদস্য ও দরদী । পরে পুলিশের কাছে পার্টির পক্ষ থেকে এফ.আই.আর দায়ের করা হলেও কেউ গ্রেপ্তার হয় নি ।


অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও ইস্পাতনগরীতে সন্ত্রাস-মুক্ত পরিবেশে ১৩ই আগষ্ট দুর্গাপুরের পৌর নিগমের নির্বাচন করার দাবীতে আজ বিকাল ৩-০০ সময়ে দুর্গাপুর থানায় সি.পি.আই.(এম ) এর পক্ষ থেকে প্রবল বিক্ষোভ দেখানো হয় । লাগাতার বৃষ্টি উপেক্ষা করে ১ ঘন্টা ধরে বিক্ষোভ চলে ।  সি.পি.আই.(এম ) এর পক্ষ থেকে থানার ওসি কে দাবী সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয় । উপস্হিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য মদন ঘোষ , বর্ধমান ( পশ্চিম ) জেলা সাংগঠনিক কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । 
























No comments:

Post a Comment