Monday 14 August 2017

ভোট-লুঠের নির্বাচন মানছি না : উত্তপ্ত দুর্গাপুরে প্রতিবাদী মিছিল,পথ অবরোধ ।



দুর্গাপুর , ১৪ই মার্চ : গত কালের  পৌর নির্বাচনে তৃণমূলের বহিরাগত দুষ্কৃতিদের ভয়ংকর তাণ্ডব ও সর্বগ্রাসী ভোট-লুঠের ঘৃণ্য ঘটনার রেশ এখনও দুর্গাপুরবাসী কে আচ্ছন্ন করে রেখেছে । আজ সকাল থেকে কল-কারখানা,অফিস-কাছারি,বাজার-হাট সর্বত্র মানুষের গলায় তৃণমূলের এই পাশবিক কাজের বিরুদ্ধে ও পুলিশ-প্রশাসনের নির্লজ্জ্ব দলদাসের আচরনের প্রতি তীব্র ঘৃণা ঝড়ে পড়তে দেখা যায় । এমন কি তৃণমূলের সাধারন সমর্থকরা এই ভোট লুঠের বিরুদ্ধে মুখ খুলছেন ।


আজ বিকালে, সি.পি.আই.(এম) এর ডাকে ভোট-লুঠের নির্বাচন বাতিল ও কোলকাতা হাইকোর্টের তত্বাবধানে নতুন করে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচনের দাবীতে শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে একটি বিশাল প্রতিবাদী মিছিল শুরু হয় । মিছিল সিটি সেন্টারের বিভিন্ন রাস্তা ঘুরে ডিএমসি মোড়ে যায় এবং পথ অবরোধ করে । অবরোধকারীদের সাথে পুলিশের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায় । পরে অবরোধ প্রত্যাহার করা হলেও , সি.পি.আই.(এম) বিধায়ক ( দুর্গাপুর,পূর্ব ) সন্তোষ দেবরায় জানিয়েছেন যে দাবী মানা না হলে প্রয়োজনে জাতীয় সড়ক ( জি.টি.রোড ) অবরোধ হতে পারে । উপস্হিত ছিলেন সি.পি.আই.(এম) এর বর্ধমান ( পশ্চিম ) জেলার সাংগঠনিক কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী সহ নেতৃবৃন্দ ।






No comments:

Post a Comment