Monday 7 August 2017

পুলিশ-প্রশাসনের প্রত্যক্ষ মদতে ইস্পাতনগরীতে তৃণমূলের দফায় দফায় হামলা ,ইউনিয়ন অফিসে ভাঙ্গচূর-লুঠপাঠ ।



দুর্গাপুর ,৭ই আগষ্ট : আজ সকাল থেকে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে আসন্ন দুর্গাপুর পৌর নির্বাচন উপলক্ষ্যে বামফ্রন্টের নির্বাচনী প্রচার চালাতে গেলে এলাকার বিধায়ক ও প্রার্থীদের, পুলিশ-প্রশাসনের প্রত্যক্ষ মদতে,তৃণমূল দফায় দফায় বাধা দেয়। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ  ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ও স্টিল ওয়র্কার্স ফেডরেশন অফ ইন্ডিয়া ( সি.আই.টি.ইউ ) দফ্তর বি.টি.রণদিভে ভবনে ভাঙ্গচূর-লুঠপাঠ চালায় এবং লাল ঝাণ্ডা খুলে লোপাট করে ও তৃণমূলের পতাকা লাগিয়ে দেয়। ছবি তুলতে গেলে মারধোর করে । প্রসংগত, দুর্গাপুর বাঁচাতে , অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে , দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাতে এবং মোদি সরকারে নির্দেশে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলে এর বিশেষ ইস্পাত উৎপাদক সংস্হা  অ্যালয় স্টিল প্ল্যান্ট,সালেম ও ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট এর বেসরকারীকরনের বিরোধীতা করার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ  ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) ও স্টিল ওয়র্কার্স ফেডরেশন অফ ইন্ডিয়া ( সি.আই.টি.ইউ ) এর শয়ে শয়ে সদস্য নিজেদের টাকা-পয়সা খরচা করে আজই ট্রেন যোগে দিল্লি রওনা দিয়েছেন । তারা আগামী পরশু দিল্লিতে ইস্পাত দফ্তরে রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্পের ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মোর্চা ( বিএমএস ও তৃণমূল বাদে ) পক্ষ থেকে সারা ভারতের ইস্পাত শ্রমিক-কর্মচারিরা  বিক্ষোভ প্রদর্শনে যোগ দেবেন । এই সুযোগে তৃণমূল বি.টি.রণদিভে ভবনে কাপুরোষচিত হামলা চালিয়েছে ।
আরও উল্ল্যেখ্য, বি.টি.রণদিভে ভবনের উল্টোদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার বাংলো ( ২০নং বিদ্যাসগর এভিন্যু ) তৃণমূল অবৈধ ভাবে দখল করে নির্বাচনী দফ্তর বানিয়েছে । অভিযোগ , সেখানে দুর্গাপুর পৌর নির্বাচন ‘পরিচালনা’ করতে আানসোলের মেয়র ও তৃণমূলের নেতা জিতেন তেওয়ারির নেতৃত্বে এক দল কুখ্যাত কয়লা-মাফিয়া ও তাদের সাঙ্গোপাঙ্গো ঘাঁটি গেড়েছে । এ বিষয়ে বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্য প্রশাসন ও দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ কে জানালেও , এখনও কোন ব্যবস্হা নেওয়া হয় নি ।
এ দিকে আজ সকালে ১ নং ওয়ার্ডের অন্তর্গত ইস্পাতনগরীর সংলগ্ন অঞ্চল ধোবিঘাটে ঐ ওয়ার্ডের বামফ্রন্ট মনোনিত সি.পি.আই.(এম ) প্রার্থী জয়শ্রী দে বিশ্বাসের সমর্থনে দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায়ের নেতৃত্বে  যখন নির্বাচনী প্রচার চলছিল ,তখন তৃণমূলের দুষ্কৃতিরা বাধা দেয় ।  বিধায়ক সন্তোষ দেবরায় তৎক্ষনাৎ পুলিশ কে জানালে,পুলিশ ঘটনাস্হলে এসে তৃণমূলীদের সাথে সুর মিলিয়ে এলাকারই বিধায়ক সন্তোষ দেবরায় ও অন্যান্য পার্টি নেতা-কর্মীদের এলাকা ছাড়তে বাধ্য করেন । বিকালে অন্য একটি ঘটনায়,১০ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনিত সি.পি.আই.(এম ) প্রার্থী কালিশংকর ব্যানার্জী ভাবা রোড সংলগ্ন জে.সি.বোস বস্তি অঞ্চলে প্রচার চালানো সময় তৃণমূলীরা বাধা দেয় ও এলাকা ছাড়তে বাধ্য করে ।

কিন্তু এর মধ্যেই বামফ্রন্টের নির্বাচনী প্রচার চলছে। আজ সন্ধ্যায় অশোক এভিন্যু এর খোলা মার্কেটে এক নির্বাচনী পথ সভায় সি.পি.আই.(এম) এর বর্ধমান জেলা ( পশ্চিম ) সাংগঠনিক কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য  এই সব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন যে জন-বিচ্ছিন্ন তৃণমূল পুলিশ-প্রশাসনের মদতে দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে জেতার সন্ত্রাস করছে । তিনি তৃণমূলের এই জঘন্য ষরযন্ত্র ব্যর্থ করার জন্য জনগনের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানান ।






বি.টি.রণদিভে ভবন 


তৃণমূলের অবৈধ ভাবে দখল করে নির্বাচনী দফ্তর
( ২০নং বিদ্যাসগর এভিন্যু )

No comments:

Post a Comment