Wednesday 25 April 2018

কমরেড লেনিনের জন্মদিবস উপলক্ষ্যে আলোচনা সভা ।






দুর্গাপুর,২৫শে এপ্রিল : কমরেড লেনিনের জন্মদিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিষ-জব্বার ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত ,’ কমরেড লেনিন কেনো আজো প্রাসঙ্গিক ‘- শীর্ষক  আলোচন সভায় মূল বক্তা ছিলেন মানব মুখার্জি । তিনি বলেন যে ত্রিপুরায় সাম্প্রতিক লেনিন মূর্তি ধ্বংস প্রমান করছে যে তিনি আজও প্রাসঙ্গিক । কার্ল মার্কস এর ২০০-তম জন্মদিবসে লেনিনের সম্পর্কে আলোচনা আসছে তার অন্যতম কারন হল মার্কস ও এঙ্গেলস  ইউটোপিয় ভাবধারা থেকে  সমাজতন্ত্র কে মুক্ত করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তাত্ত্বিক ভিত প্রতিষ্ঠা করেন , লেনিন সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র কে হাতে-কলমে প্রয়োগ করে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলার নেতৃত্ব দেন । এ ক্ষেত্রে তার অসামান্য আরেক টি কৃতিত্ব হল কমিউনিস্ট পার্টি গঠন ও পার্টির নেতৃত্ব বিপ্লবে । অপর দিকে লেনিন, মার্কস ও এঙ্গেলস এর সময়ে শিল্প পুঁজি যে বিংশ শতাব্দিতে যে ফিনান্স পুঁজির রূপ ধারন , বর্তমানে যা আন্তর্জাতিক ফিনান্স পুঁজির রূপ পরিগ্রহন করছে, তা বিশ্লেষন করে পুঁজিবাদ কিভাবে অধঃপতিত হয়ে সাম্রাজ্যবাদের স্তরে উন্নীত হয়েছে হয়েছে তার মার্কসীয় ব্যাখ্যা করেন । তার এই ঐতিহাসিক অবদানের জন্য আজকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি লড়াই এর পথ দেখায়   মার্কসবাদ-লেনিনবাদ যা আজকের দিনে মার্কসবাদ ।
এছাড়াও আজ বক্তব্য রেখেছেন সন্তোষ দেবরায় ও নির্মল ভট্টাচার্য । উপস্হিত ছিলেন পার্থ মুখার্জী , বিপ্রেন্দু চক্রবর্তী , পঙ্কজ রায়সরকার , রথীন রায়,কাজল চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানের সূচনায় গণ-সংগীত পরিবেশন করেন ভারতী গণনাট্য সংঘের ইস্পাত শাখার ( দুর্গাপুর ) শিল্পীরা ।










No comments:

Post a Comment