Tuesday 24 April 2018

অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির চেষ্টা দুর্গাপুর কে ধ্বংসের ষরযন্ত্র : যৌথ মঞ্চ




দুর্গাপুর,২৪শে এপ্রিল : ভারতের একটি অন্যতম আন্তর্জাতিক মানের শিল্প সংস্হা দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট কে মোদি সরকার বিক্রি করে দুর্গাপুর কে ধ্বংস করতে চাইছে । এর বিরুদ্ধে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির ( সি.আই.টি.ইউ – আই.এন.টি.ইউ.সি –এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-  টি.ইউ.সি.সি.-এ.আই.ইউ.টি.ইউ.সি ) এর  যৌথ মঞ্চ ,’ অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাও , দুর্গাপুর ইস্পাত কারখানা বাঁচাও , দুর্গাপুর বাঁচাও ‘ লাগাতার ভাবে গত প্রায় দুই বছর ধরে লড়াই করছে । ইতিমধ্যে বিক্রির চেষ্টা ধাক্কা খেলেও মোদি সরকার অ্যালয় স্টিল প্ল্যান্ট কে বিক্রির চেষ্টায় ‘এক্সপ্রেশন অফ ইন্টারেষ্ট ‘ এর সময়সীমা ১১ই এপ্রিল থেকে বাড়িয়ে ২৭শে এপ্রিল করেছে । এর প্রতিবাদে যৌথ মঞ্চ এর লাগাতার বিক্ষোভ-সমাবেশ চলছে ।আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর জনবহুল আশিষ মার্কেটে এক প্রতিবাদ সভায় অ্যালয় স্টিল প্ল্যান্ট কে বিক্রি করে দুর্গাপুর কে ধ্বংসের ষরযন্ত্র ব্যর্থ করতে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষ সমস্ত শ্রমিক ও সমাজের সর্বস্তরের মানুষ কে এগিয়ে আসার জন্য আহ্বান জানান ।

No comments:

Post a Comment