Monday 30 April 2018

সাংবাদিক-নিগ্রহের প্রতিবাদে শিল্পী-সাহিত্যিকরা পথে নামলেন ।




দুর্গাপুর,৩০ এপ্রিল ঃ আজ সন্ধ্যায় সিটি সেন্টারে ব্যস্ততম কেন্দ্রিয় গ্রন্হাগার  মোড়ে দুর্গাপুরের শিল্পী-সাহিত্যিকরা  সাংবাদিক-নিগ্রহের প্রতিবাদে সভা ও সাক্ষর সংগ্রহ করেন । গত ২৩শে এপ্রিল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দিনে দুর্গাপুরের এস.ডি.দফ্তর ও কোর্ট চত্বরে সাংবাদিকদের ওপর তৃণমূলি দুষ্কৃতিরা ভয়াবহ আক্রমন চালায় । অনেক সাংবাদিক গুরুতর আহত হয় । প্রসংগত পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র পেশের দিনগুলিতে, সারা রাজ্যের সাথে দুর্গাপুরও তৃণমূলের ভয়াবহ সন্ত্রাসের সাক্ষী । এই সময়ে কয়েক শো তৃণমূলি  দুষ্কৃতি দুর্গাপুরের এস.ডি.দফ্তর ও কোর্ট চত্বর ঘিরে রেখে বিরোধিদের মনোনয়ন পত্র পেশে বাধা দেয় । এই সংবাদ নিয়মিত তুলে ধরার ‘অপরাধে’ সাংবাদিকদের ওপরে আক্রমন নেমে আসে । আজকের সভায় সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেফ্তারের দাবি জানানো হয় । একই সাথে দুর্গাপুরে বহিরাগতদের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে হস্তক্ষেপের সম্পর্কে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয় ।





No comments:

Post a Comment