Sunday 22 April 2018

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল কমরেড লেনিন এর ১৪৯-তম জন্মদিবস ।




দুর্গাপুর,২২শে এপ্রিল : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে পালিত হল কমরেড লেনিন এর ১৪৯-তম জন্মদিবস । সকালে আশিষ-জব্বার ভবনে কমরেড লেনিন এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । সন্ধ্যায় পার্টির দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত আশিষ-জব্বার ভবনের সামনে এক উন্মুক্ত আলোচনা সভায় ‘মার্কসীয় ভাবনা ও আজকের ভারতবর্ষ ‘ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট অধ্যাপক ডঃ শ্যামল চক্রবর্তি ও বিশ্বরূপ ব্যানার্জী । উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,রথিন রায় ,দীপক ঘোষ প্রমূখ । গান পরিবেশন করেন ‘সম্ভাবনা’ শিল্পী গোষ্ঠি । চন্ডিদাস বাজারে দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অনুপ মিত্র ও আল্পনা চৌধুরী । উপস্হিত ছিলেন সুবীর সেনগুপ্ত , স্বপন ব্যানার্জী প্রমূখ । সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা । কনিষ্ক-সেকেন্ডারি মোড়ে পার্টির দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নির্মল ভট্টাচার্য , কাজল চ্যাটার্জী ও জীবন আইচ ।







No comments:

Post a Comment