Tuesday 3 April 2018

আধুনিকিকরন-সম্প্রসারন ও অবিলম্বে বেতন-চুক্তি সহ অন্যান্য দাবীতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,৩রা এপ্রিল : আজ দুপুরে,দুর্গাপুর ইস্পাত কারখানায়  শ্রমিকরা কারখানার মেইন গেট থেকে মিছিল করে এসে সি.ই.ও  দফ্তরে বিক্ষোভ দেখান । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আধুনিকিকরন-সম্প্রসারন , অবিলম্বে বকেয়া বেতন-চুক্তির ( ১বছর ৩ মাস অতিক্রান্ত ) আলোচনা শুরু ও বেতন-চুক্তি , বিগত বেতন-চুক্তির বকেয়া অবিলম্বে প্রদান , রেকর্ড উৎপাদন সত্বেও প্রাপ্য ইনসেনটিভের বঞ্চনার ন্যায়সংগত ফয়সালা ,ইস্পাতনগরীর জল-রাস্তা-বিদ্যুৎ-কোয়ার্টার মেরামতি , মেইন হাসপাতাল ও সামগ্রিক স্বাস্হ্য-চিকিৎসা পরিষেবার হাল অবিলম্বে ফেরানো সহ অন্য দাবিতে দলে দলে ইস্পাত শ্রমিক এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,ললিতমোহন মিশ্র ও প্রকাশতরু চক্রবর্তী। বিক্ষোভ সমাবেশে চলাকালীন ইউনিয়ন নেতৃত্বের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন । সভাপতিত্ব করেন কাজল মজুমদার ।





No comments:

Post a Comment