Saturday 7 April 2018

কোন ভাবেই অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরন করা যাবে না : মিশ্র ইস্পাতের শ্রমিকদের কড়া হুঁশিয়ারি ।




দুর্গাপুর,৭ই এপ্রিল : গত দেড় বছর ধরে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইলের অন্তর্ভুক্ত দুর্গাপুর মিশ্র ইস্পাত ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) বেসরকারিকরন রুখতে ও দুই কারখানার আধুনিকিকরন-সম্প্রসারনের দাবিতে দুর্গাপুর মিশ্র ইস্পাত ও দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন । গড়ে তুলেছেন কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ( সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি.-এ.আই.টি.ইউ.সি-বি.এম.এস-টি.ইউ.সি.সি-এ.আই.ইউ.টি.ইউ.সি) গুলির যৌথমঞ্চ । তাদের লড়াই এর পাশে দাঁড়িয়েছে দুর্গাপুরের অন্যান্য কারখানার শ্রমিক সহ সব অংশের মানুষ ।
আগামী ১১ই এপ্রিল ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ‘ এর পোষাকি নামের আড়ালে অ্যালয় স্টিল প্ল্যান্টের বিক্রির দরপত্র ( টেন্ডার ) জমা দেওয়ার শেষ দিন । আগামী ২রা মে দরপত্র প্রকাশের দিন । অন্যদিকে আগামী ৯ই এপ্রিল দিল্লিতে প্রধানমন্ত্রী  সমস্ত কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হার প্রধানদের আলোচনা করবেন বলে জানা গেছে । এই সভায় প্রধানমন্ত্রী প্রধানদের বিলগ্নির জন্য চাপ দেবেন বলে জানা গেছে। এই অবস্হায় আজ যৌথ মঞ্চের ডাকে দুর্গাপুর মিশ্র ইস্পাত ( অ্যালয় স্টিল প্ল্যান্ট ) এর শ্রমিকরা বিশাল মিছিল করে কেন্দ্রিয় সরকার কে হুঁশিয়ারি দিলেন – বেসরকারিকরনের দিকে আর এগানো যাবে না। পাবলিক সেক্টরের অধীনে রেখেই এ এস পি' র আধুনিকীকরণ করতে হবে, নতুবা দুর্গাপুর অচল হবে। যে বা যারা এই কারখানা কিনতে আসবে, তারা শ্রমিকদের যৌথ প্রতিরোধের মুখে পড়বে। এদিন এ এস পি' র ফোরজ শপ থেকে ট্রেনিং বিভাগ পর্যন্ত শ্রমিকরা মিছিল করে আসে এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ট্রেনিং বিভাগের লনে। এই সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা , মণিলাল সিনহা ও সন্তোষ কুমার। সভাপতিত্ব করেন এস পি মুখার্জি।






No comments:

Post a Comment