Tuesday 3 July 2018

প্রয়াত পার্টি সদস্যা বীরাঙ্গনা মুন্দ্রা পাত্রর স্মরন সভা ।


C:\Users\Dipanjana\Downloads\IMG_20180628_192234.jpg

দুর্গাপুর , ৩রা জুলাই : গত ১৩ই এপ্রিল ওড়িষ্যার ময়ুরভঞ্জ জেলায় নিজ গ্রামে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদি )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির শ্রমজীবি মহিলা শাখার সদস্য মুন্দ্রা পাত্র । মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৫৭ । নিঃসন্তান মুন্দ্রা পাত্রর  স্বামী আগেই প্রয়াত হয়েছেন । সত্তরের দশকের শেষ ভাগে ঠিকা শ্রমিক হিসাবে দুর্গাপুর ইস্পাত কারখানায় যোগ দেন ও ঠিকা শ্রমিক সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স  ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) সংশ্পর্ষে আসেন । মহিলা ঠিকা শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে অসাধারন দক্ষতা দেখানোর সাথে অন্যান্য গণ-আন্দোলন ও রাজনৈতিক আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রেও অগ্রনী ভূমিকা পালন করেন । সাক্ষরতা আন্দোলন সংগঠিত করার সাথে সাথে নিরক্ষর মুন্দ্রা পাত্র নিজেকে নব সাক্ষরে পরিনত করেন । ১৯৮৫ সালে পার্টি সদস্যপদ অর্জন করেন এবং পরবর্তি সময়ে দুর্গাপুর ইস্পাত ৩ আঞ্চলিক কমিটির সদস্য হন । এছাড়াও ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স  ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর কার্যকরী সমিতির সদস্যে উন্নীত হয়েছিলেন ।
২০১১ সালে তৃণমূল সরকার আসার পর দুর্গাপুর ইস্পাত কারখানায় ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স  ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর সদস্য হওয়ার কারনে রাজনৈতিক ‘বদলা ‘ নেওয়ার জন্য মুন্দ্রা পাত্র সহ ৩৫০০ ঠিকা শ্রমিক কে কাজের জায়গা থেকে উচ্ছেদ করে মুখের গ্রাস কেড়ে নেওয়া হয় । মুন্দ্রা পাত্র জীবনের শেষ দিন পর্যন্ত অর্ধাহার-অনাহারে দিন কাটিয়েছেন । কিন্তু বীরাঙ্গনা মুন্দ্রা পাত্র সহ আরও অনেক উচ্ছেদ হওয়া শ্রমিক আত্মসমর্পন করেন নি ।
গতকাল ইস্পাতনগরীর আনন্দম সভা গৃহে দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষে আয়োজিত বীরাঙ্গনা মুন্দ্রা পাত্রের স্মরন সভায় তাঁর সংগ্রামি জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত ,দিপক ঘোষ , নিমাই ঘোষ , আশিষ মিশ্র , বিভূতি দাস মন্ডল প্রমূখ । অন্যান্যদের সাথে উপস্হিত ছিলেন মুন্দ্রা পাত্রের আত্মীয়-পরিজনেরা ।

No comments:

Post a Comment