Monday 9 July 2018

১১ই জুলাই সি.ই.ও দফ্তরে অবস্হান-বিক্ষোভের কর্মসূচি সফল করার জন্য ইস্পাতনগরীতে জোর প্রস্তুতি চলছে ।




দুর্গাপুর,৯ই জুলাই : সি.আই.টি.ইউ  আগামী ১১ই জুলাই দুর্গাপুর ইস্পাত কারখানার সি.ই.ও দফ্তরে  অবস্হান-বিক্ষোভের কর্মসূচির ডাক দিয়েছে । স্হায়ি ও ঠিকা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি এসপি বাঁচাও , এএসপি-ডিএসপির আধুনিকিকরন ও সম্প্রসারন ও স্হায়ী শ্রমিক নিয়োগ , সেইল আবাসন ও সেপকো নিয়ে কর্তৃপক্ষের ফতেয়ার বিরুদ্ধে ,উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পুণর্বহাল, ইস্পাতনগরী ও হাসপাতালের  পরিষেবার উন্নতি, ইস্পাতনগরীতে দুবেলা জল সরবরাহ ও অবিলম্বে জমি-বাড়ি-কোয়ার্টার লিজিং/লাইসেন্সিং এর দাবিতে এই অবস্হান-বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে । অবস্হান-বিক্ষোভের কর্মসূচি সফল করার জন্য চলছে গ্রুপ সভা ও নাগরিক কনভেনশন । আজ সন্ধ্যায় সেইল আবাসন অঞ্চলে রবীন্দ্র-নজরুল-সুকান্ত মঞ্চে একটি নাগরিক কনভেনশনে বক্তব্য রাখেন বাদল মজুমদার,সন্তোষ দেবরায় ও বিশ্বরূপ ব্যানার্জী ।



No comments:

Post a Comment