Sunday 29 July 2018

শহীদ দিবসের প্রাক্কালে ইস্পাতনগরীতে ছোটদের অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ।




দুর্গাপুর , ২৯শে জুলাই : আশিষ-জব্বার সহ দুর্গাপুরের ৩৬ শহীদ কে স্মরন করে ৬ই আগষ্ট দুর্গাপুরের প্রথম শহীদদ্বয় আশিষ-জব্বারের শহীদ দিবস দুর্গাপুরে শহীদ দিবস রূপে পালিত হয় । এই উপলক্ষ্যে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও ছোটদের অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় । আজ সকালে ইস্পাতনগরীর বি.টি.রণদিভে আয়োজিত এই অংকন প্রতিযোগিতায় ২২৫ জন অংশ গ্রহন করেন । নার্সারি থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত চারটি গ্রুপে প্রতিযোগিরা অংশ নেয় । একই সাথে অভিভাবকদের জন্য আয়োজিত তাৎক্ষনিক বক্তৃতা প্রতিযোগিতায় ১২ জন অংশ গ্রহন করেন । আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ওবি-কনভেনর বিশ্বরূপ ব্যানার্জী ।


আজ শহীদ আশিষ-জব্বার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ২য় সেমি ফাইন্যালে খেলায় তানসেন অ্যাথলেটিক ক্লাব ট্রাইব্রেকারে  ৫- ২ গোলে আই.এম. দিশারি কে পরাজিত করেছে । আগামী ৫ই আগষ্ট ফাইন্যাল খেলায় মুখোমুখি হবে তানসেন অ্যাথলেটিক ক্লাব ও আমরা ক’জন ক্লাব ।













No comments:

Post a Comment