Friday 27 July 2018

১৬-দফা দাবিতে অ্যালয় স্টিলের ঠিকা শ্রমিকদের যৌথ মোর্চার ডাকে বিশাল বিক্ষোভ সমাবেশ ।




দুর্গাপুর,২৭শে জুলাই : আজ অ্যালয় স্টিলের ঠিকা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মোর্চার পক্ষ থেকে  ‘ ই.ডি.-দফ্তর চলো’ জমায়েতের ডাক দেওয়া হয়। ঠিকা শ্রমিকরা কারখানা থেকে বিশাল মিছিল করে ই.ডি.-দফ্তরে  এসে বিক্ষোভ-জমায়েতে যোগ দেন । দীর্ঘদিন ধরে অ্যালয় স্টিলের ঠিকা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি গুলি পূরনে কর্তৃপক্ষ অবহেলা করছে । অ্যালয় স্টিল প্ল্যান্টে বিক্রির জন্য মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যৌথ আন্দোলনে ঠিকা শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । ইতিমধ্যে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ “অ্যালয় স্টিল প্ল্যান্টে বাঁচাও-দুর্গাপুর ইস্পাত বাঁচাও-দুর্গাপুর বাঁচাও “ কমিটির নেতৃত্বে  তীব্র গণ আন্দোলনের চাপে অ্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির জন্য মোদি সরকারের অপচেষ্টা বাধা পেয়েছে । কিন্তু আন্দোলন কে দুর্বল করতে অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষ নতুন চক্রান্ত শুরু করেছে । এক ধাক্কায় গত আর্থিক বর্ষের তুলনায় বর্তমান বছরে ঠিকা কাজের বরাদ্দ ১০ কোটি টাকা কমিয়ে দিয়েছে । এর ফলে অ্যালয় স্টিল প্ল্যান্টে কর্মরত প্রায় ১১০০ ঠিকা শ্রমিকের জীবন-জীবিকা ও কারখানার উৎপাদনের ওপরে মারাত্মক আঘাত নেমে আসতে চলেছে বলে যৌথ মোর্চার নেতৃবৃন্দ মনে করছেন । অন্যদিকে সম কাজে সম বেতন – পেনশন – কর্মরত অবস্হায় মৃত অথবা পঙ্গু ঠিকা শ্রমিকের পোষ্যের চাকুরি – ভিডিএ-ক্যান্টিন ও নাইট শিফট ভাতা সহ সহ ১৬ দফা আশু দাবি পূরনের জন্য আন্দোলন জোড়দার হচ্ছে । জমায়েতে নেতৃবৃন্দ দাবি আদায়ের জন্য শ্রমিক ঐক্য আরও জোড়ালো করার আহ্বান জানানোর সাথে সাথে আন্দোলন তীব্রতর করার ডাক দিয়েছেন । জমায়েত চলাকালিন যৌথ মোর্চার এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন । জমায়েতে বক্তব্য রাখেন পি.কে.দাস , বিকাশ ঘটক , বিজয় সাহা,বিশ্বজিত ধর চৌধুরী, লক্ষন মন্ডল,রাজা চ্যাট্যার্জী,নন্দলাল দাস সহ অন্যান্য সি.আই.টি.ইউ – আই.এন.টি.ইউ.সি ও আই.এন.টি.টি.ইউ.সি নেতৃবৃন্দ ।








No comments:

Post a Comment