Thursday 19 July 2018

ইস্পাত শ্রমিকদের পেনশন-বকেয়া ও নয়া বেতন-চুক্তির দাবিতে আলোচনায় অগ্রগতি ।




দুর্গাপুর,১৯শে জুলাই : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার  প্ল্যান্ট সিভিলে অনুষ্ঠিত শ্রমিক কনভেনশনে গত ১৭ই জুলাই দিল্লিতে অনুষ্ঠিত ইস্পাত মন্ত্রী এবং শ্রমিক ইউনিয়ন সমূহ ও অফিসার্স অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার বিবরন তুলে ধরা হয় । আলোচনার বিষয় বস্তু তুলে ধরেন অরুন চৌধুরী । তিনি জানান যে ঐ আলোচনা শুরু করেন সি.আই.টি.ইউ এর সর্ব ভারতীয় সম্পাদক সম্পাদক তপন সেন । তিনি ইস্পাত মন্ত্রক অনুমোদিত গত বেতন-চুক্তি অনুসারে পেনশন স্কীম সহ বিভিন্ন বকেয়া লাগু করার ক্ষেত্রে কর্তৃপক্ষের টালবাহানার বিষয়ে প্রশ্ন তোলেন । এছাড়াও তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর আধুনিকিকরন-সম্প্রসারনের বিষয় জোড়ালো দাবি জানানোর সাথে সাথে অবিলম্বে বেতন-চুক্তির আলোচনা শুরু করার জন্য দাবি জানিয়েছেন । অন্যান্য ইউনিয়ন গুলি ও অফিসার্স অ্যাসোসিয়েশন তপন সেনের উথ্থাপিত দাবি গুলি সমর্থন জানিয়েছেন । ইস্পাত মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং প্রতিশ্রুতি দিয়েছেন যে চুক্তি মোতাবেক ২০১২ সাল থেকে পেনশন চালু হবে এবং কর্তৃপক্ষের নূন্যতম যোগদান ৬% হবে । এছাড়াও আজকের কনভেনশনে বক্তব্য রাখেন প্রদ্যুৎ মুখার্জি ও বিশ্বরূপ ব্যানার্জী ।

No comments:

Post a Comment