Saturday 7 July 2018

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে আলোচনা সভা ।




দুর্গাপুর,৭ই জুলাই : আজ সন্ধ্যায় সেইল আবাসন অঞ্চলে রবীন্দ্র-নজরুল-সুকান্ত মঞ্চে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ১ ও ২ আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে – রবীন্দ্রনাথের ‘সভ্যতার সংকট’ এবং বর্তমান সময় শীর্ষক আলোচনা সভায় একমাত্র আলোচক ছিলেন বিশিষ্ট কবি জিয়াদ আলি । তিনি , রবীন্দ্রনাথ ঠাকুরে মানসলোকে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বাহ্ন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি পর্বে সাম্রাজ্যবাদী আগ্রাসনের যে বিভীষিকাময় চিত্র ধরা পড়েছিল , তা কিভাবে তাঁর লেখনি কে প্রভাবিত করেছে , তা বর্ণনা করেন । কিন্তু  জিঘাংসা – সমর হুংকার – উৎকট জাতিবাদের মধ্যেই রবীন্দ্রনাথ খুঁজে পেয়েছিলেন আশার আলো । রাশিয়ার ‘ তীর্থদর্শন’ রবীন্দ্রনাথ কে সভ্যতার পীলসুজ জ্বালিয়ে রাখে যারা সেই জনতার অমর সংগ্রাম নতুন আশার পথ দেখিয়েছিল । আজ যখন সভ্যতা আবারও গভীর সংকটে , তখন রবীন্দ্রনাথের সৃষ্টি  নতুন সূর্যের মত দেদ্দিপ্যমান হয়ে বিশ্ব কে পথ দেখিয়ে চলছে ।
আলোচনা সভার শুরুতে কবি জিয়াদ আলি কে আয়োজকদের পক্ষ থেকে  সম্বর্ধনা জানান মৃণাল বন্দোপাধ্যায় । সংগীত পরিবেশন করেন সোমনাথ বন্দোপাধ্যায় । উপস্হিত ছিলেন অনুপ মিত্র , কার্তিক দাস , দীপক দেব সহ দুর্গাপুরের বিশিষ্ট শিল্পী-সাহিত্যিক-গুনীজন ।







No comments:

Post a Comment