Wednesday 18 July 2018

বি.টি.রণদিভে ভবনে অনুষ্ঠিত হল ‘কার্ল মার্কস্ ও ট্রেড ইউনিয়ন ‘ – শীর্ষক আলোচনা সভা ।




দুর্গাপুর,১৮ই জুলাই : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘কার্ল মার্কস্ ও ট্রেড ইউনিয়ন ‘ – শীর্ষক আলোচনা সভা । একমাত্র আলোচক ছিলেন দীপক দাসগুপ্ত । ট্রেড ইউনিয়ন আন্দোলন কে কার্ল মার্কস্ কেবল ‘স্কুল অফ কমিউনিজম ‘ নয় শ্রমিক ঐক্য গড়ে তোলার পাঠশালা বলেছেন । ট্রেড ইউনিয়ন এর গুরুত্বর কথা মনে রেখে কার্ল মার্কস্ নেতৃত্বে গড়ে ওঠা প্রথম আন্তর্জাতিক এর প্রথম কংগ্রেসে ( জেনিভা ) ট্রেড ইউনিয়ন আন্দোলনের – অতীত,বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক দলিল গ্রহন করা হয় । কিন্তু ট্রেড ইউনিয়ন আন্দোলনের সীমাবদ্ধতার জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করে সমাজন্ত্র প্রতিষ্ঠা ব্যতিরেক শ্রমিক শ্রেনী ও সমাজের অন্যান্য সর্বহারা অংশের কেন মুক্তি নেই - কার্ল মার্কস্ এর বিশ্লেষনও সবিস্তারে তুলে ধরেন দীপক দাসগুপ্ত ।
উপস্হিত ছিলেন বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী , বিশ্বরূপ ব্যানার্জী , রামপঙ্কজ গাঙ্গুলি , সন্তোষ দেবরায় প্রমূখ ।



No comments:

Post a Comment