Thursday 5 July 2018

দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার হাল ফেরানোর দাবিতে বিক্ষোভ ।



দুর্গাপুর,৫ই জুলাই : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ )-র ডাকে আজ বিকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালের সামনে দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার হাল ফেরানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ হয় । অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারিরাও এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন । মেইন হাসপাতাল – হেলথ সেন্টার – প্ল্যান্ট মেডিক্যাল – পাবলিক হেলথ নিয়ে সুগঠিত দুর্গাপুর ইস্পাত কারখানার স্বাস্হ্য পরিষেবা ৯০’ দশকে দেশে নয়া অর্থনৈতিক ব্যবস্হা চালু হওয়ার সাথে ক্রমান্বয়ে অবনতি হয়েছে । অথচ আদর্শ চিকিৎসা পরিষেবার মডেল হিসাবে এক সময়ে দুর্গাপুর ইস্পাত কারখানার স্বাস্হ্য পরিষেবা পরিচিতি লাভ করেছিল । কিন্তু ক্রমান্বয়ে ব্যয়-বরাদ্দ কমানো  এবং ডাক্তার-নার্স-স্বাস্হ্য কর্মিদের নিয়োগ অস্বাভবিক কমানোর ফলে স্বাস্হ্য পরিষেবা অবনতি হয়েছে ।কিছু হেলথ সেন্টার বন্ধ হয়েছে । বাকি গুলি আগের মতো পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে । ফলে মেইন হাসপাতালের উপর চাপ বাড়ছে । ৬০০ বেডের মেইন হাসপাতালে মোট ২২টি ওয়ার্ড আছে  । বছরে প্রায় ১০ লক্ষ রোগীর চিকিৎসা ( ইনডোর ও আউটডোর মিলিয়ে ) হয় মেইন হাসপাতালে ।মাত্র ৭০ জন ডাক্তার , ১০০ জন নার্স ও অপর্যাপ্ত স্বাস্হ কর্মি - ড্রেসার – ফার্মাসিস্ট – টেকনিশিয়ান নিয়ে অপ্রতুল স্বাস্হ্য পরিষেবায় বিপাকে পড়ছেন শুধু দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-অবসরপ্রাপ্ত শ্রমিক ও তাদের পরিবারবর্গ তাই নয় , বিপাকে পড়ছেন অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ দুর্গাপুরের অন্যান্য কারখানার সাথে যুক্ত মানুষজন সহ দুর্গাপুরের সাধারন মানুষ । হাসপাতালের শীততাপ-নিয়ন্ত্রিত  মর্গ ও ভেন্টিলেশন  বিকল হচ্ছে হামেশাই । বিকল্প জল ও বিদ্যুৎ এর ব্যবস্হা না থাকায় সমস্যা বাড়ছে । বেসরকারি হাতে যাওয়ার রোগীর খাবারের মান তলানিতে ঠেকেছে । দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার হাল ফেরানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি-সমূহ  বিস্তারিত ব্যাখ্যা করেন । বক্তব্য রাখেন অশোক চক্রবর্তী , প্রদ্যুৎ মুখার্জি , প্রকাশতরু চক্রবর্তী , নন্দদুলাল দাস    ও বিশ্বরূপ ব্যানার্জী । সমাবেশ চলাকালীন ইউনিয়ন এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেডিক্যাল ও হেলথ সার্ভিস এর ডাইরেক্টর ডঃ সমীর পালের কাছে সি.ই.ও-র উদ্দেশ্যে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয় । দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা পরিষেবার হাল ফেরানোর দাবিতে ইউনিয়ন এর পক্ষ থেকে লাগাতার আন্দোলন চালানোর সাথে সেইলের কর্পোরেট অফিসে সমস্যার আশু সমাধানে এস.ডব্লু.এফ.আই ( সি.আই.টি.ইউ ) ও সি.আই.টি.ইউ এর পক্ষে কেন্দ্রিয় নেতৃত্ব লাগাতার ভাবে চাপ সৃষ্টি করছেন ।

No comments:

Post a Comment