Sunday 30 December 2018

৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে প্রতিদিন ইস্পাতনগরীর রাস্তায় নামছে লাল ঝাণ্ডা ।



দুর্গাপুর,৩০শে ডিসেঃ : প্রস্তুতি শুরু হয়েছিল আগেই । ডিসেম্বর মাসের শুরু হতেই, ইস্পাতনগরীর রাস্তায় রাস্তায় লাল ঝাণ্ডার নেতৃত্বে কখনও একক কখনও অন্যান্য সংগঠনের সাথে যৌথ ভাবে ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে চলছে মিছিল-মিটিং-সমাবেশ-মাইক প্রচার । ১২-দফা মূল দাবি সহ অ্যালয় স্টিল প্ল্যান্টের ‘কৌশলগত’ বিলগ্নীকরনের সিদ্ধান্ত বাতিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত-ডিপিএল-ডিসিএল এর আধুনিকিকরন-সম্প্রসারন, দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ ঠিকা শ্রমিকদের পূনর্বহাল ও দুর্গাপুর ব্যারেজের আমূল সংস্কারের – এই ৪-দফা স্হানীয় দাবিতে ৮-৯ই জানুঃ সাধারন ধর্মঘটের সমর্থনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১,২ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে আজ বিকালে  ইস্পাতনগরীর এ-জোন ও বি-জোনে দু-টি পৃথক মিছিল হল । এ-জোনের মিছিল আশিস মার্কেট থেকে শুরু হয়ে  বিভিন্ন রাস্তা ঘুরে স্টিল মার্কেটে পাঁচ মাথা মোড়ে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জী,দিপক ঘোষ প্রমূখ । বি-জোনের মিছিল নাগার্জুন রোড থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে জয়দেব রোড বস্তিতে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন সন্তোষ দেবরায়, সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী প্রমূখ ।









No comments:

Post a Comment