Friday 15 November 2019

শহিদ বিমল দাসগুপ্তের স্মরণ সভা ।




দুর্গাপুর,১৫ই নভেঃ : আজ দুর্গাপুর কলেজের সামনে  এস.এফ.আই-ডি.ওয়াই.এফ.আই এর দুর্গাপুর পূর্ব ৩ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে  শহিদ বিমল দাসগুপ্তের স্মরণ সভা অনুষ্ঠিত হোল। ১৫ই নভেঃ,১৯৭১ সালে সন্ত্রাসের কালো দিনে অন্ধকারের জীবেরা,বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষক বিমল দাসগুপ্ত কে পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেয় । তৃণমূলের আমলে সেই অন্ধকারের জীবেরা আবার জেগে উঠেছে । ২০১৭ সালে ‘উন্নয়ন’-এর নামে দুর্গাপুর কলেজ মোড়ে ১৯৮০-র দশকে তৈরি শহিদ বিমল দাসগুপ্তের শহিদ বেদি এডিডিএ এর থেকে গুঁড়িয়ে দেওয়া হয় । কিন্তু শহিদ বিমল দাসগুপ্তের স্মৃতি কে ভুলিয়ে দিতে পারে নি তৃণমূল । কলেজের সামনে এস.এফ.আই-ডি.ওয়াই.এফ.আই এর পক্ষ থেকে শহিদ বিমল দাসগুপ্তের স্মরণ সভা তার জ্বলন্ত প্রমান। আজ স্মরণ সভার শুরুতে শহিদ বিমল দাসগুপ্তের প্রতিকৃতিতে মাল্যদান করেন ডি.ওয়াই.এফ.আই এর পশ্চিম বর্ধমান জেলার সভানেত্রী অনামিকা সরকার, এস.এফ.আই-র পশ্চিম বর্ধমান জেলার সভানেত্রী অন্তরা ঘোষ ,সৌমেন কিস্কু,প্রাক্তন যুবনেতা ও ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার প্রমূখ । সভায় বক্তব্য রাখেন অনামিকা সরকার, অন্তরা ঘোষ ও সৌমেন কিস্কু । বক্তারা ৭০’ এর দশকে শিক্ষা ক্ষেত্রে কালো দিন গুলির সাথে বর্তমান সময়ের তুলনা টেনে বলেন যে বর্তমান সময়ে শিক্ষার উপরে আক্রমন আর ভয়ংকর ও সর্বগ্রাসী । রাজ্যে তৃণমূল সরকার শিক্ষা ক্ষেত্রে ভয়ংকর নৈরাজ্য ডেকে এনেছে । অন্যদিকে কেন্দ্রের মোদি সরকার গেরুয়াকরন করছে । উভয় সরকার সাধারন মানুষের শিক্ষার অধিকার কেড়ে নিতে শিক্ষার চূড়ান্ত বাণিজ্যিকরন করছে । এর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ছাত্র-যুব সমাজ কে প্রতিরোধ গড়ে তুলতে হবে।



No comments:

Post a Comment