Saturday 16 November 2019

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হল কিশোর বাহিনী-র বার্ষিক সাংস্কৃতিক উৎসব ।




দুর্গাপুর,১৬ই নভেঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর রবীন্দ্র ভবনে দুর্গাপুর কিশোর বাহিনী ইস্পাত অঞ্চল সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক উৎসব । কিশোর বাহিনীর ৭৫-তম প্রতিষ্ঠা বার্ষিকি ও বিদ্যাসাগরের ২০০-তম জন্মবার্ষিকি উপলক্ষ্যে বিশেষ ভাবে স্মরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা কবি সুকান্ত ভট্টাচার্য ,সংগঠনের ইতিহাস এবং ভারতের আধুনিক শিক্ষা ও শিশু-কিশোর পাঠ্য বইয়ের প্রণেতা চিরস্মরণীয় বিদ্যাসগরের ভূমিকার কথা । ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলের শিশু ও কিশোর-কিশোরীরা পরিবেশন করেন গান-নাচ-আবৃতি-নাটক-শ্রুতি নাটক । অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্হিত ছিলেন কিশোর বাহিনী-র রাজ্য মুখ্য সংঘটক পীযুষ ধর,পশ্চিম বর্ধমানের মুখ্য সংগঠক প্রবোধ মন্ডল,নিরঞ্জন পাল,কালি শংকর ব্যানার্জী,দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় প্রমুখ ।






No comments:

Post a Comment