Friday 22 November 2019

বিজেপি-আরএসএসের বিশৃংখলা চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ : প্রতিবাদে রাস্তা অবোরোধ ।



দুর্গাপুর,২২শে নভেঃ : আজ সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন সংলগ্ন দুর্গাপুর পরিবহন শ্রমিক ভবনের সামনে আচমকা কিছু দুর্বৃত্ত বিজেপি-আরএসএসের ঝাণ্ডা নিয়ে জড়ো হয়ে আক্রমনাত্মক ভাষায় সি.পি.আই.(এম) ও বাম-বিরোধী স্লোগান দিতে দিতে ভবনে ঢোকার চেষ্টা করলে ,পার্টি কর্মিরা সাধারন মানুষ কে নিয়ে প্রতিরোধ করেন । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার অভিযোগ করেন যে এই ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল । তিনি বলেন যে আজকের এই বিশৃংখলা পাকানোর চেষ্টার মধ্য দিয়ে বিজেপি-আরএসএস আরও একবার প্রমান করল যে তারাও তৃণমূলের দেউলিয়া রাজনীতি অনুসরন করে এবং তৃণমূল নয় বামপন্হিরাই বিজেপি-আরএসএস এর আক্রমনের লক্ষ্য । চিত্তরঞ্জন-রাজ ভবন লংমার্চ ঘিরে বামপন্হিদের প্রচার মানুষের নজর কেড়েছে । রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র বেসরকারিকরন ও ধ্বংস, এনআরসি চালু করার অপচেষ্টার বিরুদ্ধে,কাজের দাবিতে,কৃষি পণ্যের উপযুক্ত সহায়ক মূল্য সহ এক গুচ্ছ দাবিতে জেলা জুড়ে মোদি সরকারের বিরুদ্ধে প্রচারের ঝড় উঠেছে । তৃণমূলের সাথে বিজেপি-আরএসএস এরও পায়ের তলায় মাটি সরছে । তাই এই জঘন্য আক্রমন চালিয়েছে । এর বিরুদ্ধে শ্রমিক ভবনের সামনে আগামীকালই বিশাল প্রতিবাদ সভা হবে ।
  এদিকে শ্রমিক ভবনে বিজেপি-আরএসএস এর বিশৃংখলা তৈরির চেষ্টার খবর পেয়ে শয়ে শয়ে মানুষ ছুটে আসে । পার্টির পক্ষ থেকে দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফ্তারের দাবিতে ও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে  বাঁকুরা-দুর্গাপুর রোডে অবরোধ শুরু হয় । পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে ।


No comments:

Post a Comment