Sunday 17 November 2019

শিক্ষা ক্ষেত্র এখন আরও বড় সংকট নেমে এসেছে : ডঃ মালিনী ভট্টাচার্য ।



দুর্গাপুর,১৭ই নভেঃ : আজ দুর্গাপুরের চিত্তব্রত মজুমদার ভবনে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ( এ.বি.টি.এ )-র পশ্চিম বর্ধমান জেলা শাখার পক্ষে আয়োজিত ,’শহিদ বিমল দাসগুপ্ত স্মারক বক্তৃতা’-য়,”শিক্ষায় সংকট : পথ কোথায়”-শীর্ষক আলোচনায়  বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নারী আন্দোলনের সর্বভারতীয় নেত্রী : ডঃ মালিনী ভট্টাচার্য । শিক্ষক আন্দোলনের নেতা শহিদ বিমল দাসগুপ্ত  ১৯৭১ কে সালে ১৫ই নভেঃ,সন্ত্রাসের কালো দিনে,দুর্বৃত্তরা জীবন্ত পুড়িয়ে মেরেছিল । তাঁর স্মরণে এ.বি.টি.এ –র পক্ষ থেকে প্রতি বছর স্মারক বক্তৃতার আয়োজন করা হয়  । বক্তব্য রাখতে গিয়ে ডঃ মালিনী ভট্টাচার্য  আরও বলেন যে শিক্ষা ক্ষেত্রে শাসকের হস্তক্ষেপ নতুন ঘটনা নয় । শাসক শ্রেনী সর্বদাই চায় শিক্ষা ব্যবস্হার মাধ্যমে জনগনের মন কে কুক্ষিগত করে রাখতে ও শিক্ষা ব্যবস্হা কে সার্বজনীন না করে সমাজের মুষ্টিমেয় অংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে । আবার প্রচলিত শিক্ষার মধ্য দিয়ে মানুষের চেতনার যে বিকাশ ঘটে তারও গুরুত্ব কম নয় । শিক্ষিত মানুষ যখন জ্ঞানের জগৎ কে আরও প্রসারিত করার জন্য শিক্ষা বিস্তার ঘটাতে চায় ,শাসক শ্রেনী বাধা হয়ে দাঁড়ায় । তবুও এই বাধা কাটিয়ে শিক্ষা ব্যবস্হা আরও বিস্তার ঘটেছে ।দীর্ঘ সংগ্রামের মাধ্যমে মানব সভ্যতা ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক  শিক্ষা ব্যবস্হা অর্জন করেছে । ভারতে ব্রিটিশ আমলে আধুনিক শিক্ষা ব্যবস্হা প্রচলন হলেও,বিদ্যাসাগর সহ অন্যান্য শিক্ষাবিদ ও জাতীয় শিক্ষা আন্দোলনের মাধ্যমে শিক্ষা বিস্তার ঘটেছিল । স্বাধীন ভারতে অবৈতনিক,সার্বজনীন ও জন শিক্ষার প্রসারের আন্দোলন চলছে । কিন্তু তারমধ্যেই চলছে শিক্ষা বিস্তার রোধ ও শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার জন্য শাসককূলের ধারাবাহিক আক্রমন । ৭০’-দশকে পশ্চিমবঙ্গে আধা ফ্যাসিবাদি সন্ত্রাসের দিনে শিক্ষার প্রাঙ্গনে এসেছিল দখলদারির রাজনীতি,শিক্ষা ক্ষেত্র কে কলুষিত করতে এসেছিল গন-টোকাটুকি,শিক্ষক হত্যা ,মূর্তি ভাঙ্গার মত কদর্য ,কলংকিত অধ্যায় । কিন্তু বর্তমান সংকট আরও ভয়ংকর ও সর্বগ্রাসী । একদিকে চলছে টিএমসিপি ও এবিভিপি-র দাপাদাপি ,শিক্ষক ও ছাত্রদের অধিকার হননের জন্য  ’ক্যাম্পাস –কার্ফু’ । অন্যদিকে চলছে শিক্ষার বাণিজ্যিকিকরনের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের ও গেরুয়াকরনের জন্য আরএসএস-বিজেপির  আগ্রাসন । যারা শিক্ষাবিদ নয় ,তারা শিক্ষার বিষয়ে নাক গলিয়েছে । কিন্তু আশার আলো হল হল এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে শিক্ষক ও ছাত্ররা প্রতিরোধে নেমেছেন । সম্প্রতি প্রেসিডেন্সী,জেএনইউ এর মত নামজাদা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনর উদাহরন টেনে , ডঃ মালিনী ভট্টাচার্য  বর্তমান শিক্ষার সংকট কাটাতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন অর্ধেন্দু মুখার্জি ও অমিতদ্যুতি ঘোষ । সভার শুরুতে শহিদ বিমল দাসগুপ্ত এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ডঃ মালিনী ভট্টাচার্য  সহ শিক্ষক আন্দোলনের নেতৃবৃন্দ ।



















No comments:

Post a Comment