Thursday 28 November 2019

রাষ্ট্রায়ত্ব সংস্হা বাঁচাও থেকে এনআরসি বাতিল সহ অন্যান্য দাবিতে লংমার্চের সপক্ষে ইস্পাতনগরীতে জমাট প্রচার চলছে ।




দুর্গাপুর,২৮শে নভেঃ : আগামী ৩০শে নভেঃ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার গেট থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক লংমার্চ শুরু হয়ে ইস্পাতনগরীতে লংমার্চ প্রবেশ করবে আগামী ২রা ডিসেঃ । এই লংমার্চ কে কেন্দ্র করে ইস্পাতনগরী,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে চলছে জোর প্রস্তুতি । দেওয়াল লেখা-পোষ্টারিং এর সাথে চলছে গ্রুপ সভা ও পথ সভা । আজ সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে লংমার্চ কে সফল করার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীর সেকেণ্ডারী রোডের এমআইএস মোড়ের থেকে মিছিল শুরু হয়ে রামকৃষ্ণ অ্যাভেন্যু,এস.এন.ব্যানার্জী ও রহিম পথ ঘুরে  সেকেণ্ডারী রোডে শেষ হয় ।মিছিলের নেতৃত্ব দিয়েছেন নির্মল ভট্টাচার্য,কাজল চ্যাটার্জি,দিপক ঘোষ, প্রমুখ ।
 অন্যদিকে,সন্ধ্যাবেলায় আশিস মার্কেটে ট্রেড ইউনিয়নগুলির যৌথ সভা থেকে লংমার্চের সমর্থনে বক্তব্য রাখেন মলয় ভট্টাচার্য,বিশ্বরূপ ব্যানার্জি ( সি.আই.টি.ইউ),বিশ্বজিত রায়( এ.আই.টি.ইউ.সি) ও সুকান্ত রক্ষিত (এইচ.এম.এস)।







No comments:

Post a Comment