Tuesday 19 November 2019

ইস্পাত ঠিকা শ্রমিকদের বঞ্চিত করে লুঠ হচ্ছে কোটি কোটি টাকা : তীব্র আন্দোলনের ডাক নেতৃবৃন্দর ।




দুর্গাপুর,১৯শে নভেঃ : আজ বিকালে সি.আই.টি.ইউ এর ডাকে  দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে এক বিশাল গণবিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে যৌথ আন্দোলনের নেতৃবৃন্দ এই ডাক দিয়েছেন । বেসরকারিকরনের বিরুদ্ধে,উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের পুনর্বহাল,স্হায়ি কাজে নিযুক্ত ঠিকা শ্রমিকদের স্হায়িকরন,পি.এফ,ইএসই,ভিডিএ সহ অন্যান্য বিষয়ে যথাযথ সুবিধা প্রদান,ঠিকা শ্রমিকদের বেতন থেকে লুট করা টাকা ফেরত সহ ১০-দফা দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট এর ঠিকা শ্রমিকদের সমর্থনে সি.আই.টি.ইউ ভুক্ত হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন,ইউ.সি.ডব্লু.ইউ,টি.সি.ই.ইউ ও এ.এস.পি.সি.ইউ এর পক্ষ থেকে যৌথ ভাবে আজকের গণবিক্ষোভের ডাক দেওয়া হয় । ২০১১ সালের পরে দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে ও বাইরে ইস্পাতনগরীতে কর্মরত হাজার হাজার ঠিকা শ্রমিক কে শাসকদলের মস্তান বাহিনী উচ্ছেদ করে । পরিবর্তে মোটা টাকার বিনিময়ে অদক্ষ ঠিকা শ্রমিকদের চাকরী পাইয়ে দেয় শুধু তাই নয় ঠিকা শ্রমিকদের প্রাপ্য বেতন ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করে এক শ্রেনীর অসাধু অফিসার ও ঠিকাদারের সহযোগিতায় শাসকদলের নেতারা কোটি কোটি টাকা লুঠ করেছে বলে অভিযোগ উঠেছে । উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকরা অনেকে মারা গেছেন । উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের পরিবারগুলি চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন । এমন কি দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের অসহযোগিতায় অনেক ঠিকা শ্রমিক পি.এফ-পেনশন পাচ্ছেন না । অন্যদিকে মোদি সরকারের কর্পোরেট-ঘেঁসা বেসরকারিকরনের নীতির ফলে বিপন্ন দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট । এইসবের বিরুদ্ধে ও দাবি আদায়ের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন নেতৃবৃন্দ । এছাড়াও বক্তারা ৩০নভেঃ থেকে ১১ ই ডিসেম্বর পর্যন্ত চিত্তরঞ্জন-রাজভবন পদযাত্রা সফল করার আহ্বান জানান ।
বক্তব্য রাখেন পি.কে.দাস,বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তি,বিকাশ ঘটক,বিশ্বরূপ ব্যানার্জি,সুবীর সেনগুপ্ত সহ সি.আই.টি.ইউ-আই.এন.টি.ইউ.সি.-এইচ.এম.এস-টি.ইউ.সি.সি-র নেতৃবৃন্দ ও দুর্গাপুর(পূর্ব)-র বিধায়ক সন্তোষ দেবরায় । বক্তব্য চলাকালিন,ট্রেড ইউনিয়ন গুলির যৌথ প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ।
ছবির ক্যাপসন : ঠিকা শ্রমিকদের দাবির সমর্থনে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে গণবিক্ষোভ ।
















No comments:

Post a Comment