Thursday 21 November 2019

চিত্তরঞ্জন-রাজভবন লংমার্চ ঘিরে ইস্পাতনগরীতে অভিনব প্রচার : ক্রীড়াবিদদের মশাল মিছিলের সাথে শ্রমিকদের বাইক মিছিল ।




দুর্গাপুর,২১শে নভেঃ : আজ সন্ধ্যায় চিত্তরঞ্জন-রাজভবন লংমার্চের সমর্থনে ইস্পাতনগরী আরও একটি অভিনব প্রচারের সাক্ষী হল । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় আশিস মার্কেটের থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত ক্রীড়াবিদদের মশাল মিছিলের সাথে শ্রমিকদের বাইক মিছিল অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের সুচনায় ক্রীড়াবিদদের মশাল প্রজ্জ্বলিত করেন দুর্গাপুর(পূর্ব)-এর সি.পি.আই.(এম) বিধায়ক সন্তোষ দেবরায় । উপস্হিত ছিলেন পঙ্কজ রায়সরকার,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ,কাজল চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ । মিছিল আশিস মার্কেট থেকে শুরু হয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে প্রায় ১০ কি.মি. অতিক্রম করে চন্ডিদাস বাজারে শেষ হয় । কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ( বিএমএস ও আইএনটিটিইউসি বাদে) গুলির যৌথ আহ্বানে আগামী ৩০শে নভেঃ চিত্তরঞ্জন থেকে লংমার্চ শুরু হয়ে ১১ই ডিসেঃ রাজভবনে সমাপ্ত হবে । ইস্পাতনগরীতে লংমার্চ প্রবেশ করবে আগামী ২রা ডিসেঃ ।
    অন্যদিকে আজ সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে সেইল সমবায় আবাসন অঞ্চলে লংমার্চের সমর্থনে জনাকীর্ণ সভায় বক্তব্য রাখেন স্বপন মজুমদার ও আল্পনা চৌধুরী ।


























No comments:

Post a Comment