Tuesday, 12 September 2023

দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের প্রবল বিক্ষোভ,পাশে দাঁড়ালেন স্থায়ী শ্রমিকরা ।



দুর্গাপুর,১২ই সেপ্টেঃ: দীর্ঘদিন অতিবাহিত হলেও কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্থা সেইল-আরআইএনএল এর ঠিকা ও স্থায়ী শ্রমিকদের পূর্ণাঙ্গ বেতনচুক্তি সহ ন্যায্য দাবি-দাওয়ার অধিকাংশ আজ‌ও উপেক্ষিত। অতি সম্প্রতি এর সাথে যুক্ত হয়েছে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের বেতন নিয়ে ঠিকাদারদের যোগসাজসে কর্তৃপক্ষের একতরফা বঞ্চনার সিদ্ধান্ত। দলমত নির্বিশেষ ঠিকা শ্রমিকরা এর বিরুদ্ধে গর্জে উঠেছে। পাশে দাঁড়িয়েছেন স্থায়ী শ্রমিকরাও। শুরু হয়েছে শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াই। আজ সকালে অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে বেতন বঞ্চনার প্রতিবাদে স্বতঃস্ফূর্ত শ্রমিক জমায়েতে। শ্রমিকদের তীব্র ক্ষোভ আছড়ে পড়লো কারখানার গেটে।শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছেন দাবি না মেটা অবধি তারা লাগাতার বিক্ষোভ প্রদর্শন করবেন। প্রয়োজনে আরো বৃহত্তর পর্যায়ে তারা আন্দোলন কে নিয়ে যাওয়া হবে বলেও শ্রমিকরা প্রস্তুতি নিচ্ছেন। এ এস পি কন্ট্রাক্টর এমপ্লয়ীজ ইউনিয়ন(সিআইটিইউ) ও হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়েছে।








No comments:

Post a Comment