Thursday 21 September 2023

বার্ষিক বোনাস সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখনায় শ্রমিক বিক্ষোভ।

 




দুর্গাপুর,২১শে সেপ্টেঃ : সেইল-আরআইএনএল এর “শ্রমিক-বিরোধী” বেতন-চুক্তির “মৌ” এর সাথে সাথে সেইলের নয়া বার্ষিক বোনাস চুক্তিতেও এই অভিযোগে সিআইটিইউ সাক্ষর করে নি।গত বছরে এক মাস ধরে লাগাতার ঐক্যবদ্ধ আন্দোলনের পরে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত সংস্হা সেইল ও আরআইএনএল এর ইস্পাত শ্রমিকরা বার্ষিক বোনাসের দাবি আদায় করেন। এর ফলে, সেইল ও আরআইএনএল এর ইস্পাত শ্রমিকরা ঐতিহসিক জয় পেয়ে সেইল ও আরআইএনএল এর এর ইতিহাসে সর্বাধিক বোনাস আদায় করতে সমর্থ হয়েছিলেন।তাই গত বছরের হারে বার্ষিক বোনাস,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তি সহ অবিলম্বে ন্যায্য ও পূর্ণাঙ্গ বেতন-চুক্তি,বায়োমেট্রিক ও আরএফআইডি হাজিরা ব্যবস্থা চালুর চেষ্টা বাতিল,মেডিক্যাল বিল জমার পদ্ধতির সরলীকরন,পিএফ অ্যানোমালির অবিলম্বে সমাধান,সমস্ত বকেয়া প্রাপ্য সহ অন্যান্য দাবিতে এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে আজ দুপুরে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা দলে দলে মিছিল করে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক কার্যালয় ইস্পাত ভবনে ইডি(পি অ্যান্ড এ) এর দপ্তরে গিয়ে প্রবল বিক্ষোভ দেখান।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি ও সীমন্ত চ্যাটার্জি। বক্তারা অবিলম্বে দাবি পূরন না হলে কর্তৃপক্ষ কে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে সমস্ত সমস্যা সমাধানের দাবি জানান ।















 

No comments:

Post a Comment