Tuesday 26 September 2023

দ্বিতীয় দিনেও শ্রমিক-বিক্ষোভে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা : আন্দোলনের নয়া যৌথ কর্মসূচির ঘোষনা।

 


দুর্গাপুর,২৬শে সেপ্টেঃ : আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একতরফা সার্কুলার জারী করার বিরুদ্ধে কারখানায় সিআইটিইউ সহ সাতটি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নের যৌথ আহ্বানে চলা শ্রমিক বিক্ষোভের আজ দ্বিতীয় দিনেও সকাল থেকে শ্রমিক বিক্ষোভে উত্তাল হোল দুর্গাপুর ইস্পাত কারখানা। সাতটি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ যৌথভাবে আগামী কাল থেকে প্রত্যেক বিভাগে বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে। আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একতরফা সার্কুলার জারী করে ২৫শে সেপ্টেঃ থেকে ইস্পাত শ্রমিকদের আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার উদ্দেশ্যে ছবি তোলার ( ফেস রেকোগনিশন) নির্দেশ দেয়। আজ সকালেও সাতটি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সহ শ্রমিকরা প্রথমে কারখানার মেইন গেটে অর্জুন মূর্তির সামনে বিক্ষোভ দেখান। তারপরে কারখানার ড্রইং অ্যান্ড ডিজাইন বিভাগে ও প্রোজেক্ট বিল্ডিং এ, যেখনে কারখানার কর্মরত শ্রমিক-কর্মচারীদের ছবি তোলার জন্য দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার অস্থায়ী দফতর তৈরি হয়েছে,সেখানে আজও বিক্ষোভ চরমে ওঠে।আজকের শ্রমিক সমাবেশে  সাতটি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র, বিশ্বরূপ ব্যানার্জি (সিআইটিইউ),সুশান্ত বোস(আইএনটিটিইউসি),দেবেশ চক্রবর্তি (আইএনটিইউসি),নিরঞ্জন রায়(এআইটিইউসি),সুকান্ত রক্ষিত(এইচএমএস),মানব চ্যাটার্জি(বিএমএস) ও বিশ্বনাথ মন্ডল (এআইইউটিইউসি)।বক্তব্য রেখে নেতৃবৃন্দ পরিস্কার জানিয়ে দেন যে কর্তৃক্ষ দাবি না মানা পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চলবেই। পরে, ইডি(ওয়ার্কস) এর দফতরে ইউনিয়ন গুলির যৌথ প্রতিনিধি দল গিয়ে দাবি সম্বলিত স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একতরফা সার্কুলার প্রত্যাহার, দুর্গাপুর ইস্পাত কারখানা ও তদুপরি সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া প্রদান, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্তি,দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ শুরু ও বার্ষিক বোনাস প্রদানের দাবি জানান।

 এদিকে আজ সন্ধ্যায়, সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার একাদশ-তম জেলা সম্মেলন উপলক্ষে,ইস্পাতনগরীর আশিস মার্কেট ও উইলয়াম কেরী মোড়ে আয়োজিত সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন যথাক্রমে লহরী শিল্পী গোষ্ঠী ও ভারতীয় গণনাট্য সংঘের ইস্পাত ( দুর্গাপুর) শাখার শিল্পীরা।বক্তব্য রাখেন যথাক্রমে দিপক ঘোষ,স্বপন মজুমদার এবং হেমন্ত প্রভাকর,স্বপন সরকার,আশিসতরু চক্রবর্তি ও আল্পনা চৌধুরী।

 বিকালে, ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে, পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত নতুন শাখা বিদ্যাসাগর চক্র তৈরি হয়ে সম্মেলনের মাধ্যমে । এই উপলক্ষে আজ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে তার প্রতি শ্রদ্ধা জানান প্রদ্যুত মুখার্জি,দিপক ঘোষ সহ বিজ্ঞান আন্দোলনের নেতৃবৃন্দ। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কাজ নিয়ে আলোচনা করেন ইস্পাতনগরীর মেঘনাদ সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলি মাজি।



























 

No comments:

Post a Comment