Thursday 28 September 2023

বিশ্ব এখন উষ্ণায়নের পর্ব পার করে ফুটন্ত অবস্থায় পৌঁছাতে চলেছে : সতর্ক করলেন ডঃ শ্যামল চক্রবর্তি ।

 


দুর্গাপুর,২৮শে সেপ্টেঃ : ক্রমবর্ধমান প্রাকৃতিক ভারসাম্যের অবনতির ফলে বিশ্ব এখন উষ্ণায়নের পর্ব পার করে ফুটন্ত অবস্থায় পৌঁছাতে চলেছে বলে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রসংঘের মহাসচিবের সাম্প্রতিক সতর্কবার্তা কে আরেকবার সতর্ক করে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ও বিশিষ্ট বিজ্ঞানী ডঃ শ্যামল চক্রবর্তি । আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে সিআইটিইউ এর আসন্ন পশ্চিম বর্ধমান জেলার একাদশ-তম জেলা সম্মেলন(৭-৮ অক্টোবর) উপলক্ষে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে আয়োজিত,”পরিবেশ সংকটের রাজনীতি:আমাদের দায় ও দায়িত্ব”-শীর্ষক  আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্মরণ করিয়ে দিলেন যে সাম্প্রতিক জুলাই মাসে পৃথিবীর উষ্ণতম মাস হিসাবে চিহ্নিত হয়েছে।পুঁজিবাদের বিকাশের পরে বিশেষত শিল্প বিপ্লবের পরে পৃথিবীর প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য পুঁজির মুনাফা অর্জনের লালসার স্বীকার হয়েছে। আজ ধান্দার পুঁজির যুগে প্রকৃতির ওপরে আক্রমন আরো নগ্ন। তিনি এই প্রসঙ্গে মোদি সরকারের কর্পোরেট স্বার্থে নিয়ে আসা বনাঞ্চল বিষয়ক আইনের কথা উল্ল্যেখ করেন। তিনি বলেন যে পৃথিবীর প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য নষ্টের মূল শিকার দরিদ্র ও মেহেনতি মানুষ। পরিবেশ বাঁচাতে বিভিন্ন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এই বিষয়ে ট্রেড ইউনয়ন কে যুক্ত হওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিপ্রেন্দু চক্রবর্তি,সঞ্চালনা করেন তমালি ভট্টাচার্য। 









No comments:

Post a Comment