Saturday 16 September 2023

দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের লাগাতার বিক্ষোভ পঞ্চম দিনে পড়ল।

 


দুর্গাপুর,১৬ই সেপ্টেঃ : পাঁচ দিন ধরে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের লাগাতার বিক্ষোভ চলছে।পাশে আছেন স্থায়ী শ্রমিকরা। দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের বেতন নিয়ে ঠিকাদারদের যোগসাজসে কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্ত নিয়ে ঠিকা শ্রমিকদের মাসিক বেতনের একাংশ কেটে রেখে ঠিকাদারের জিম্মায় রাখার কথা জানালে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা দাবি করেছেন ঐ টাকা ঐ মাসের মধ্যেই দিতে হবে। এরই সাথে সেইল-আরআইএনএল এর ঠিকা ও স্থায়ী শ্রমিকদের পূর্ণাঙ্গ বেতনচুক্তি,ঠিকা শ্রমিকদের বকেয়া ভিডিএ সহ ন্যায্য দাবি-দাওয়া পূরনের দাবিতে এই লাগাতার বিক্ষোভ চলছে। আজ সকালে ঠিকা ও স্থায়ী শ্রমিকরা কারখানার সিজিএম ( আইসি) ওয়ার্কস এর দপ্তরে যান ও সেখানে সভা করেন । সভায় সিআইটিইউ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ দাবিসমূহ ও আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখেন।বক্তব্য রাখেন নবেন্দু সরকার,বিশ্বজিৎ ধরচৌধুরী,নিখিল দাস,মনিলাল সিনহা ও বিধান বাউরি।







No comments:

Post a Comment