Saturday 23 September 2023

আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একতরফা সার্কুলারের বিরুদ্ধে ঐক্যবব্ধ আন্দোলনের ডাক।

 


দুর্গাপুর,২৩শে সেপ্টেঃ: আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের একতরফা সার্কুলার জারী করায় শ্রমিকদের মধ্যে গভীর ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।এই সার্কুলারে আগামী ২৫শে সেপ্টেঃ থেকে ইস্পাত শ্রমিকদের আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার উদ্দেশ্যে ছবি তোলার ( ফেস রেকোগনিশন) নির্দেশ জারী করা হয়েছে। আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার সম্পূর্ন ব্যবস্থাপনার দায়িত্ব আছে বেসরকারী সংস্থার হাতে।ইতিমধ্যেই আধর সহ অন্যান্য সুত্র থেকে বায়োমেট্রিক তথ্য কে চুরি করে সাইবার অপরাধীরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুঠ করে বহু সাধারন মানুষ কে সর্বশান্ত করেছে।আদালতের বিভিন্ন রায়ে বায়োমেট্রিক তথ্য জোর করে নেওয়ার বিরুদ্ধে সুস্পষ্ট রায় আছে।এই অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের এহেন উদ্যোগে স্বভাবতই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আশংকা তৈরি হয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানা লাগাতার সর্বোচ্চ উৎপাদন ও উৎপানশীলতা বজায় রেখে ধারাবাহিকভাবে মুনাফা করলেও কমছে স্থায়ী শ্রমিকের সংখ্যা।নতুন করে স্থায়ী শ্রমিকের নিয়োগ প্রায় বন্ধ। এই বিশাল সাফল্যের পরেও দুর্গাপুর ইস্পাত কারখানা ও তদুপরি সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া পাননি,ঠিকা শ্রমিকরা এক পয়সা পাননি, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নি । এই অবস্হায়,খবরে প্রকাশ,প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার বদলে কর্তৃপক্ষের ভুলে ব্যাঘাত তৈরি হয়েছ। এই অবস্থায় আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) সহ ৭টি ইউনিয়ন কারখানার ইডি(ওয়ার্কস) এর কাছে দেখা করে পরিস্কারভাবে জানিয়ে দেয় যে তারা এই কর্তৃপক্ষের একতরফা সার্কুলার মানছে না । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে ইউনিয়ন গুলি পরিস্কারভাবে আরো জানিয়েছে যে শ্রমিকদের এই একতরফা সার্কুলার অগ্রাহ্য করতে এবং এর বিরুদ্ধে  কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিলে ইউনিয়ন গুলি ঐক্যবব্ধভাবে কর্তৃপক্ষের মোকাবিলা করবে। সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে আয়োজিত সভায় শ্রমিকদের কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমন্ত চ্যাটার্জি ও দেবাশিস পাল।











No comments:

Post a Comment