Friday 22 September 2023

শ্রমজীবি মানুষের অধিকার রক্ষার লড়াই আসলে দেশ গঠনের লড়াই : ডঃ ঈশিতা মুখার্জি।

 



দুর্গাপুর,২২শে সেপ্টেঃ : আজ সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাতনগরীর লালা লাজপত রায় রোডে চিত্তব্রত মজুমদার ভবনে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার একাদশ-তম জেলা সম্মেলন(৭-৮ অক্টোবর) উপলক্ষে আয়োজিত,” কর্পোরেট অর্থনীতি,বেসরকারিকরন ও ঠিকা শ্রমিকদের সমস্যা”-শীর্ষক আলো্চনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থেনীতির অধ্যাপিকা ডঃ ঈশিতা মুখার্জি। তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে ভারতের শ্রমজীবি মানুষের জীবনযাত্রার মান ও জীবিকা উপার্জনের উপায়ের ভয়াবহ সংকট একটি অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে।মোদি সরকারের আমলে স্বাধীনতার পরে বেকারি বৃদ্ধি সর্বোচ্চ স্তর ছুঁয়েছে। এরফলে শ্রমের বাজারে অফুরান জোগান কর্পোরেট শক্তি কে ক্রমান্বয়ে মজুরি হ্রাসের জন্য একদিকে সহায়তা করছে,অন্যদিকে দেশের সম্পদ কে কাজে লাগয়ে দেশ গড়ার পথে বাঁধা তৈরি করছে। ১৯৯১ সালে দেশে উদার অর্থনীতি চালু হলে বামপন্থীরা এই বিষয়ে দেশের মানুষ কে সতর্ক করেছিলেন। আজ সেই উদার অর্থনীতি ধান্দার পুঁজিবাদের হাত ধরে মোদি সরকারের আমলে কর্পোরেটদের মুনাফার মৃগয়া ক্ষেত্রে পরিনত হয়েছে।কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে রাষ্ট্রের সম্পদ।চলছে অবাধ বেসরকারিকরন।বৃদ্ধি পাচ্ছে স্থায়ী শ্রমিকের পরিবর্তে ঠিকা শ্রমিকদের সংখ্যা।শ্রমিক অধিকার কেড়ে নিতে আনা হয়েছে শ্রম কোডের পরিবর্তন।অন্যদিকে কর্পোরেট-সাম্প্রদায়িক শক্তি মিলে পরিচিতি সত্বার রাজনীতি কে ব্যবহার করে শ্রমজীবির মানুষের ঐক্য ভাঙ্গতে চাইছে ।তাই শ্রমজীবি মানুষ  এই শক্তি কে পরাস্ত করার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তৈরি হবেন বলে অধ্যাপিকা ডঃ ঈশিতা মুখার্জি আশা প্রকাশ করেন ।আলোচনা সভার শুরুতে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার জেলা সম্পাদক বংশ গোপাল চৌধুরি বলেন যে গোটা জেলার শিল্পাঞ্চল বিশেষ করে দুর্গাপুর-রানীগঞ্জ-আসানসোল-চিত্তরঞ্জনে রাষ্ট্রায়ত্ব বিদ্যুত- ইস্পাত-কয়লা-ইঞ্জিনিয়ারিং শিল্পে কেন্দ্র ও রাজ্য সরকারে নীতি যে সংকট তৈরি করেছে,সেই সংকটের প্রকৃত চিত্র তুলে ধরতে আজকের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করেন বিপ্রেন্দু চক্রবর্তী। এর আগে সম্মেলন কে সফল করার জন্য পঃ বঙ্গ সাব অর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোঃ ও রাজ্য সরকারি কর্মচারিদের পেনশনার্স অ্যাসোঃ পৃথক পৃথক ভাবে পাঁচ হাজার টাকা  বংশ গোপাল চৌধুরির হাতে তুলে দেন।উপস্থিত ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জি,সন্তোষ দেবরায়,ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভার শুরুতে গনসংগীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের ইস্পাত ( দুর্গাপুর) শাখার শিল্পীরা। এবারে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার  জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে দুর্গাপুরের বেনাচিতিতে।


































No comments:

Post a Comment