Friday, 29 September 2023

ইস্পাতনগরীতে পয়োঃপ্রনালীর পাইপ ফেটে বিপত্তি : যান চলাচলে ব্যাঘাত।

 


দুর্গাপুর,২৯শে সেপ্টেঃ : গতকাল সন্ধ্যায় ইস্পাতনগরীর কনিষ্ক রোড-এস এন ব্যানার্জির সংযোগ স্থলের রোটারির পাশে ২০” পয়োঃপ্রনালীর পাইপ ফেটে যাওয়ায় ইস্পাতনগরী থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার সংযোগকারী রাস্তা লিঙ্ক রোডে যান চলাচলে ব্যাঘাত ঘটছে।এর ফলে ইস্পাতনগরীর ইস্পাত শ্রমিক সহ সাধারন মানুষ এবং সংলগ্ন অঞ্চলের মানুষ দুর্ভোগে পড়েছেন।রাতেই মেরামতির কাজ শুরু হয়েছে। হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ঘটনাস্থলে যান। ইউনিয়নের পক্ষ থেকে সন্দীপ পাল দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের কাছে মেরামতির কাজ ত্বরান্বিত এবং ঘটনাস্থলে মেরামতির কাজ ও যান চলাচল সুষ্ঠ রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।




No comments:

Post a Comment