Wednesday 11 October 2023

আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের নয়া পদক্ষেপের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মী-নার্সদের প্রতিবাদ সভা।

 


দুর্গাপুর,১১ই অক্টোঃ : আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় তীব্র শ্রমিক বিক্ষোভের ফলে এই প্রক্রিয়া থমকে গেলেও এর মাঝেই কর্তৃপক্ষের নয়া পদক্ষেপের বিরুদ্ধে আজ সকালে ৭টি ইউনিয়নের যৌথ আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে স্বাস্থ্য কর্মী-নার্সদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল।নতুন করে মেইন হাসপাতালে আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার উদ্দেশ্যে ছবি তোলার ( ফেস রেকোগনিশন) ব্যবস্থা করে স্বাস্থ্য কর্মী-নার্সদের ওপরে আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা চাপানোর চেষ্টা করা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৭টি ইউনিয়নের নেতৃবৃন্দ।একই সাথে কর্তৃপক্ষ জোর-জুলুমের কোন রকম চেষ্টা করলে তৎক্ষনাত সাতটি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ যৌথ ভাবে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধে নামবেন বলে নেতৃবৃন্দ স্পষ্ট করে জনিয়ে দিলেন। এছাড়াও অবিলম্বে ন্যায্য বার্ষিক বোনাস, দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত, সমস্ত বকেয়া প্রাপ্য সহ অন্যান্য দাবিতে এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন কে আরো জোরদার করার আহ্বান জানালেন নেতৃবৃন্দ। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে ঐক্যবদ্ধ আন্দোলন কে আরোও প্রসারিত করে দাবি আদায় না হওয়া পর্যন্ত যৌথ আন্দোলন চালিয়ে যেতে ৭টি ইউনিয়ন বদ্ধপরিকর।





No comments:

Post a Comment