Monday 23 October 2023

শারোদৎসব উপলক্ষে ইস্পাতনগরীতে প্রগতিশীল ও মার্কসীয় সাহিত্যের বুক স্টল : বিশেষ ভাবে সক্ষমদের প্যাণ্ডেল পরিক্রমা।

 


দুর্গাপুর,২৩শে অক্টোবর : অন্যান্য বারের মত,এবারও শারোদৎসব উপলক্ষে ইস্পাতনগরীতে প্রগতিশীল মার্কসীয় সাহিত্যের চাহিদা পূরনে করা হোল বুক স্টল। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )- দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির  উদ্যোগে ইস্পাতনগরীর মার্কণী-নিউটন রোটারির সংযোগ স্থলে ২১শে অক্টোঃ সন্ধ্যায় বুক স্টলের উদ্বোধন করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )- পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী। ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )- দুর্গাপুর ইস্পাত এরিয়া কমিটির  উদ্যোগে ঐদিন সন্ধ্যায় ইস্পাতনগরীর চণ্ডিদাস বাজারে অপর বুক স্টলেরও উদ্বোধন করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )- পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী। উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন সুবীর সেনগুপ্ত,সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি, দিপক ঘোষ,স্বপন সরকার,স্বপন ব্যানার্জি,আল্পনা ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ

অন্যদিকে,২১শে অক্টোঃ সকালে বিশেষ ভাবে সক্ষমদের প্যাণ্ডেল পরিক্রমায় সহায়তা করে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর ইস্পাত কমিটি। বাসের ব্যবস্থা করেন দুর্গাপুরের মহকুমা শাসক। দুপুরে রিকল পার্কের বাসিন্দা আরতি মাহাতোর তরফ থেকে মধ্যাহ্নভোজন করানো হয় ও নতুন পোষাক বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন গৌতম ঘোষ,পীযুষ মজুমদার,সঞ্জয় নন্দী প্রমুখ।






































No comments:

Post a Comment