Monday 30 October 2023

দ্বিপাক্ষিক চুক্তির বদলে কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তে বার্ষিক বোনাসে বিপুল ক্ষতির বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাতে ঐক্যবদ্ধ আন্দোলনে যৌথমঞ্চ।

 


দুর্গাপুর,৩০শে অক্টোঃ : গত ১৭ই অক্টোঃ দিল্লিতে অনুষ্ঠিত সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের সাথে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির দ্বিপাক্ষিক বার্ষিক বোনাস সংক্রান্ত আলোচনা, কর্তৃপক্ষের একঁগুয়েমী ও শ্রমিকদের বিরুদ্ধে অপমানজনক মনোভাবের জন্য ভেস্তে যায়।এরপরে,কোন রকম দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াই সম্পূর্ন  একতরফা ভাবে  শ্রমিক-কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতবারের তুলনায় প্রায় অর্ধেক বার্ষিক বোনাসের টাকা ঢুকিয়ে দেয় সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ। গতবারে বার্ষিক বোনাসের পরিমান ৪০,৫০০ টাকা থেকে কমে এবারে হয়েছে মাত্র ২৩,০০০ টাকা।সেইলের ৫৬ বছরের ইতিহাসে এই সময়ে ভারতের “ মহারত্ন “  সেইলের সর্বোচ্চ উৎপাদন- উৎপাদনশীলতা অর্জন করেছে। সেইল বার্ষিক ১ লক্ষ কোটি টাকার ওপরে লেনদেন করে ভারতের এই রকম মুষ্টিমেয় কিছু কোম্পানীর   “এলিট গ্রুপে “ জায়গা করে নিয়েছে ।এই অবস্থায়,শারদোৎসব মিটতেই,  দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭ টি ইউনিয়ন ( সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি)এর যৌথমঞ্চ পুনরায় জোরদার আন্দোলনের ডাক দিয়েছে।ত্রুটিপূর্ন বার্ষিক বোনাস স্কিম ( এএসপিএলআইএস) এর বদলে নতুন চুক্তির দাবি জানানোর সাথে সাথে গতবারের বার্ষিক বোনাসের সমহার অথবা তার থেকে বেশী, পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি, আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু সহ অন্যান্য বকেয়া অবিলম্বে ফয়সালার দাবিতে আজ সকালে যৌথমঞ্চের ডাকে কারখানার অর্জুন মুর্তির থেকে শ্রমিকদের এক বিশাল বাইক মিছিল কারখানার বিভাগ ঘুরে কোক ওভেন বিভাগে এক বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।বিক্ষোভ সমাবেশে যৌথমঞ্চের পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি বক্তব্য রাখেন। যৌথমঞ্চের পক্ষ থেকে একই দাবিতে আগামী ২রা নভেঃ কারখানার প্রশাসনিক ভবনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।









 

No comments:

Post a Comment