Tuesday 17 October 2023

ভারতে কমিউনিস্ট পার্টির ১০৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হোল ইস্পাতনগরীতে।

 


দুর্গাপুর,১৭ই অক্টোঃ : ভারতে কমিউনিস্ট পার্টির ১০৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হোল ইস্পাতনগরীতে। এই উপলক্ষে, আজ সকালে,শহীদ আশিস-জব্বার ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত  ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করা হয়। রক্তপতাকা উত্তোলন করেন দিপক ঘোষ। অন্যদিকে, সকালে ৫/৫ কৃত্তিবাসে রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করে  ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে  পালিত হয় ভারতের কমিউনিস্ট পার্টির ১০৪ তম  প্রতিষ্ঠা দিবস।এরিয়া কমিটির কমিটির প্রতিটি শাখায় রক্তপতাকা উত্তোলন ও শহীদবেদীতে মাল্যদান করা হয়েছে।সন্ধ্যায়, শহীদ আশিস-জব্বার ভবনে,”স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভুমিকা ও কমিউনিস্ট পার্টির গড়ে ওঠার ইতিহাস”-শীর্ষক আলোচনা সভায় মূল আলোচক ছিলেন গৌরাঙ্গ চ্যাটার্জি। এছাড়াও বক্তব্য রাখেন দিপক ঘোষ। ৫/৫ কৃত্তিবাসে, ”পার্টির গঠন,মতার্শ ও আজকের কাজ”- শীর্ষক আলোচনা সভায় মূল আলোচক ছিলেন পার্থ মুখার্জি। এছাড়াও বক্তব্য রাখেন সুখময় বোস ও স্বপন সরকার।























No comments:

Post a Comment