Thursday 5 October 2023

ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল অভিন্ন দেওয়ানি বিধি বিষয়ে আলোচনা সভা।

 


দুর্গাপুর,৫ই অক্টোঃ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল অভিন্ন দেওয়ানি বিধি বিষয়ে আলোচনা সভা।ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে ৫/৫ কৃত্তিবাস রোডে আয়োজিত এই আলোচনা সভায় মুল আলোচক ছিলেন পার্টি নেতা অধ্যাপক শেখ সাইদুল হক। আলোচনা সভায় বক্তব্য রেখে তিনি বলেন যে অভিন্নতা মানে সমতা নয়। সমান অধিকারের মানে কেবল পুরুষ ও মহিলাদের মধ্যে নয়, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষের সমতা। তিনি আরও বলেন যে অভিন্ন দেওয়ানি বিধি এমন একটি স্লোগান যা প্রকৃতপক্ষে কোনও অভিন্নতা অর্জনের জন্য নয় আসলে সাম্প্রদায়িক মেরুকরণকে তীক্ষ্ণ করার জন্য ব্যবহৃত হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধির নামে মুসলমানদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রয়োগ করে 'হিন্দু রাষ্ট্র'-এর ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে । এমন কি প্রস্তাবিত আইনে হিন্দু,শিখ,পার্সি,জৈন,খ্রীস্টান,বৌদ্ধ সহ বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের যে সামাজিক ও ধর্মীয় বিভিন্নতা রয়েছে তা অস্বীকার করে ভারতের সংবিধানের মূল ভাবনা বৈচিত্রের মধ্য ঐক্য কে কুঠারাঘাত করার চেষ্টা করা হচ্ছে ।এই অপচেষ্টার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ানোর জন্য তিনি গণচেতনা সৃষ্টি করার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন স্বপন সরকার ও সুখময় বোস।




No comments:

Post a Comment