Friday 13 October 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় উত্তাল শ্রমিক বিক্ষোভ : দেশে জুড়ে সেইল-আরআইএনএল-এ বিক্ষোভ শুরু।

 


দুর্গাপুর,১৩ই অক্টোঃ : আজ স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া(সিআইটিইউ)-এর ডাকে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্থা সেইল-আরআইএনএল এর কারখানা-খনি সহ বিভিন্ন ইউনিটে ইস্পাত শ্রমিকরা বিক্ষোভ শুরু হয়েছে।চলবে ১৬ই অক্টোঃ পর্যন্ত।অবিলম্বে নায্য বার্ষিক বোনাস, পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার,বেতন-চু্ক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি সহ অন্যান্য বকেয়া অবিলম্বে ফয়সালার দাবিতে এই বিক্ষোভ শুরু হয়েছে।অন্যদিকে,দুর্গাপুর ইস্পাত কারখানায় ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি,এর যৌথ আহ্বানে এই সব দাবি সহ অবিলম্বে আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সার্কুলার বাতিল এবং দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে, আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে,জেনারেল শিফট শুরুর আগে বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যায় শ্রমিকরা যোগ দেন। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি, শম্ভূ প্রামানিক,সুকান্ত রক্ষিত,অরুপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।এরপরে শ্রমিকরা কাজে যোগদান করেন।কিন্তু হটাৎ করে গেট বন্ধ করে দেয় সিআইএসএফ। ফলে ৭ টি ইউনিয়নের নেতৃবৃন্দ  গেটের বাইরে আটকে পড়েন।এমন কি নির্ধারিত সকাল ৯-৩০ মিঃ গেট খোলর সময়েও বেনজির ভাবে গেট বন্ধ করে রাখা হয়। কর্তৃপক্ষের সারা না মেলায়,গেটে অপেক্ষমান শ্রমিক-কর্মচারী সহ নেতৃবৃন্দ বিক্ষোভ প্রদর্শন করেন।খবর পেয়ে কারখানার ভেতরের শ্রমিকরা মেইন গেটে চলে আসেন। মেইন গেটের ভেতরে ও বাইরে উত্তাল শ্রমিক বিক্ষোভ শুরু হয়। অবশেষে বেলা ১১-৩০ মিঃ নাগাদ কর্তৃপক্ষের হুঁশ ফেরে এবং নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে গেট খুলে দিতে চাইলে নেতৃবৃন্দ কর্তৃপক্ষের এহেন অগনতান্ত্রিক কার্যকলাপের জন্য বিনা আলোচনায় গেট খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসলে বিক্ষোভ শেষ হয়। ৭ টি ইউনিয়নের পক্ষ থেকে যৌথ ভাবে একই দাবিতে আগামী কাল কারখনার ইডি(পি অ্যান্ড এ) দফতরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের দাবি আদায়ের স্বার্থে ঐক্যবব্ধ ও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জন্য অভিনন্দন জানিয়েছেন।


















No comments:

Post a Comment