Thursday 19 October 2023

উৎসবের দিনে বোনাস নাই ইস্পাত শ্রমিকদের : দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে।

 


দুর্গাপুর,১৯শে অক্টোঃ :  শারোদৎসব এর প্রাক্কালে বার্ষিক বোনাস পাওয়া কে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় গভীর সংকটে পড়েছে রাজ্যে সেইল এর তিন কারখানা যথাক্রমে দুর্গাপুর ইস্পাত কারখানা,অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সেইল-আরআইএনএল এর হাজার হাজার শ্রমিক – কর্মচারিবৃন্দ ও তাদের পরিবারবর্গ। করোনার অতিমারীর মধ্যেও দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানার উঁচু হারের উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রেখে চাহিদা ও অর্ডারের যথাযথ জোগান বজায় রেখে চলে।মৃত্যু এসে শতাধিক শ্রমিকের জীবন ছিনিয়ে নেয়। ভারতের “ মহারত্ন “  সেইলের সর্বোচ্চ উৎপাদন- উৎপাদনশীলতা অর্জন করেছে। সেইল বার্ষিক ১ লক্ষ কোটি টাকার ওপরে লেনদেন করে ভারতের এই রকম মুষ্টিমেয় কিছু কোম্পানীর   “এলিট গ্রুপে “ জায়গা করে নিয়েছে । কিন্তু সেইলের ৫৬ বছরের ইতিহাসে এই আনন্দঘন মুহুর্তে ,এই সাফ্যলের অন্যতম কাণ্ডারী ইস্পাত শ্রমিকদের জীবনে নেমে এসেছে বিষাদের ছায়া ।পুর্ণাঙ্গ বেতন চুক্তি,বেতন চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি সহ বকেয়া বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষ  সমাধানের বদলে ঝুলিয়ে রেখেছে।এর ফলে সেইল-আরআইএনএল এর শ্রমিকদের মধ্যে যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে । কিন্তু এরই মধ্যে শ্রমিকদের বার্ষিক বোনাস,যা ‘পুজো বোনাস’ নামে শিল্পাঞ্চলে সমাধিক পরিচিত, গত ১৭ই অক্টোঃ( মঙ্গলবার) দিল্লিতে অনুষ্ঠিত সেইল-আরআইএনএল এর কর্তৃপক্ষের সাথে কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন গুলির সাথে বার্ষিক বোনাস সংক্রান্ত আলোচনা, কর্তৃপক্ষের একঁগুয়েমী ও শ্রমিকদের বিরুদ্ধে অপমানজনক মনোভাবের জন্য ভেস্তে যায়।বার্ষিক বোনাসের সভায় কর্তৃপক্ষের দেওয়া গতবারের বার্ষিক বোনাসের প্রায় অর্ধেকের সামান্য কিছু বেশি এবারের বার্ষিক বোনাস দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রস্তাব ৫টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন (সিআইটিইউ- আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস) ঐক্যবদ্ধ ভাবে প্রত্যাখ্যান করে। ৫টি কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ কে দৃঢ় ভাবে জাননো হয়েছে যে গতবারের বার্ষিক বোনাসের থেকে বেশী অথবা সমহারে শ্রমিকদের বার্ষিক বোনাস দিতে হবে। রেকর্ড পরিমান উৎপাদন ও উৎপাদনশীলতা বজায় রাখতে অবিলম্বে বার্ষিক বোনাসের ফয়সালা করতে হবে। আইএনটিটিইউসি এর পক্ষ থেকেও এই দাবি কে সমর্থন করা হয়েছে।হয়েছে।তার আগে, সেইল-আরআইএনএল এর দিল্লির কর্পোরেট অফিসে সেইল-আরআইএনএল এর বার্ষিক বোনাসের সভা শুরু হলে দেশের ইস্পাত শিল্পের শ্রমিক নেতৃবৃন্দ দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ নেতা সীমান্ত চ্যাটার্জী এইচএমএস নেতা সুকান্ত রক্ষিতের ওপর থেকে অবিলম্বে নিঃশর্তে সাসপেনশন অন্যান্য নেতৃবৃন্দ কে দেওয়াসতর্ককীরনেরচিঠি প্রত্যাহারের দাবি জানান।

দুর্গাপুর ইস্পাত কারখানার ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা  দিল্লিতে  শ্রমিক ইউনিয়নদের মধ্যে ঐক্য অটুট রেখে কর্তৃপক্ষের অপমানজনক বোনাস-প্রস্তাবকে জোটবদ্ধভাবে প্রত্যাখ্যান করতে প্রভাবিত করেছে।কর্তৃপক্ষের এইরকম অন্যায়,আচরনের ফলে শ্রমিকদের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ বিষ্ফোরিত হয়েছে । দুর্গাপুর ইস্পাত কারখানা সহ সেইলের সর্বত্র শ্রমিকরা প্রবল বিক্ষোভ আন্দোলন সামিল হয়েছেন।

দুর্গাপুর ইস্পাত কারখানার ৭ টি ইউনিয়ন, সিআইটিইউ-আইএনটিটিইউসি-আইএনটিইউসি-এআইটিইউসি-এইচএমএস-বিএমএস-এআইইউটিইউসি এর যৌথ আহ্বানে আজ দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি( ওয়ার্কস) দপ্তরে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে শ্রমিকদের কাছে কর্তৃপক্ষের অপমানজনক বোনাস-প্রস্তাবকে জোটবদ্ধভাবে প্রত্যাখ্যানের বিষয়ে বিস্তরিত তুলে ধরেন নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জ,স্নেহাশিস ঘোষ ও রজত দিক্ষিত।এছাড়াও বক্তারা অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার আন্দোলনরত শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপরে সাসপেনশন সহ সমস্ত দমনমূলক নির্দেশ নিঃশর্তে প্রত্যাহারের দাবি জানিয়ে এই ব্যবস্থাগ্রহনের পিছনে কর্তৃপক্ষের ব্যার্থতা আড়ালের অপচেষ্টা ও শ্রমিকদের গনতান্ত্রিক অধিকারের আঘাত বলে বর্ণনা করেন। সাসপেনশন সহ সমস্ত দমনমূলক নির্দেশ কারখানার শান্ত পরিবেশ কে অশান্ত করে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার ক্ষেত্রে কর্তৃপক্ষের ব্যার্থতা আড়ালের অপচেষ্টা কৌশল হতে পারে বলে বক্তারা সন্দেহ প্রকাশ করেন।দাবি মেটা না পর্যন্ত আন্দোলন চলবে বলে নেতৃবৃন্দ জানিয়ে দেন। আগামীকাল আবার বিক্ষোভ সমাবেশের ডাক দেন নেতৃবৃন্দ।






No comments:

Post a Comment