Tuesday 3 October 2023

শ্রমিক-কৃষকের দেশব্যাপি প্রতিবাদ দিবস ও সিআইটিইউ এর একাদশ-তম জেলা সম্মেলন উপলক্ষে ইস্পাতনগরীতে সভা।

 


দুর্গাপুর,৩রা অক্টোঃ : ২০২১ সালের ৩রা অক্টোবর,দেশব্যাপি উত্তাল কৃষক আন্দোলনের মাঝে,উত্তরপ্রদেশের লখিমপুর-খেরিতে আরএসএস-বিজেপির পক্ষ থেকে বিক্ষোভরত কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে কৃষক হত্যা করা হয়। সেই ঘটনার স্মরণে আজ শ্রমিক-কৃষকদের দেশব্যাপি প্রতিবাদ দিবস পালিত হচ্ছে।আগামী ৭-৮ই অক্টোঃ দুর্গাপুরে অনুষ্ঠিত হবে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার ১১-তম জেলা সম্মেলন। এই উপলক্ষে,আজ বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে সংহতি জানিয়ে সভায় বক্তব্য রাখলেন সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বংশ গোপাল চৌধুরি।তিনি কেন্দ্রের মোদি সরকারের ও রাজ্যের তৃণমুল সরকারের শ্রমিক-কৃষক ও জনবিরোধী ও সাম্প্রদায়িকতা কে মদত দেওয়ার নীতির বিরুদ্ধে  তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার ১১-তম জেলা সম্মেলন সফল করার আহ্বান জানান।এছাড়াও তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারনের কাজ অবিলম্বে শুরু করার সাথে সাথে বস্তিবাসীদের যথাযথ পুনর্বাসনের দাবি জানিয়ে কেন্দ্রিয় ও রাজ্য সরকার কে যথাযথ দায়িত্ব পালন করার জন্যও দাবি জানান। এছড়াও বক্তব্য রাখেন ললিত মোহন মিশ্র,আকাশতরু চক্রবর্তি ও স্বপন সরকার।






No comments:

Post a Comment