Friday 12 April 2019

বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরীতে পালিত হল ৩১-তম জাতীয় পথ নাটক দিবস ।




দুর্গাপুর,১২ই এপ্রিল : আজ সন্ধ্যায় সেইল সমবায় আবাসনে কবিগুরু (২য় স্টপেজে ) অঞ্চলের মুক্ত মঞ্চে পালিত হল ৩১-তম জাতীয় পথ নাটক দিবস । ভারতীয় গণনাট্য সংঘ ( ইস্পাত শাখা, দুর্গাপুর),পঃ বঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ( দুর্গাপুর ইস্পাত ২ অঞ্চল কমিটি ),আদিবাসি ও লোক শিল্পী সংঘ,লহরী ও শিল্পায়ন গোষ্ঠীর যৌথ উদ্যোগে মৃত্যুঞ্জয়ী নাট্যকার শহিদ সাফদর হাসমির ৬৫-তম জন্মদিবসে উপলক্ষ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের সুচনায় শহিদ সাফদর হাসমির জীবন ও নাট্য আন্দোলনে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নাট্যকার শুভেন্দু ব্যানার্জী । পথনাটক প্রদর্শন করেন শিল্পায়ন ও লহরী শিল্পী গোষ্ঠী । শ্রুতি নাটক পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘ ( ইস্পাত শাখা, দুর্গাপুর) । এছাড়াও পরিবেশিত হয় আবৃতি ও গান । জনাকীর্ণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বহু বিশিষ্ট শিল্পী এবং দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় ।







No comments:

Post a Comment